দেশ

এবার উত্তরপ্রদেশে পর্ন দেখলে পুলিশ যাবে বাড়িতে! সাইবার দুনিয়ায় কড়া নজরদারির ফতোয়া জারি যোগী সরকারের

অপরাধে লাগামছাড়া উত্তর প্রদেশ। রাজ্যজুড়ে ধর্ষণের ঘটনা ঘটে অহরহ। কিছু প্রকাশ্যে আসে কিছু আড়ালেই থেকে যায়। এবং আড়ালে থেকে যাওয়া ঘটনার সংখ্যাই সর্বাধিক l ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে অপরাধে শীর্ষস্থান দখল করেছে উত্তর প্রদেশ।

আর সেই জন্য এবার কড়া পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার। রাজ্যের জনতার ইন্টারনেট সার্চ ডেটায় নজর রাখছে সরকার। যদি কোনও ব্যক্তি গুগলে পর্ন খোঁজার চেষ্টা করে, তাহলে উত্তর প্রদেশ পুলিশের উইমেন পাওয়ার লাইন ১০৯০ অ্যালার্ট যাবে। আর তারপরেই বাড়ি পৌঁছে যাবে পুলিশের দল। এই পরিকল্পনা প্রথমে ৬ টি জেলার লাগু করা হয়েছে, সেখান থেকে ভালো প্রতিক্রিয়াও মিলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গুগলের সার্চবারে পর্ন খোঁজার চেষ্টা করলেই বিশেষ বার্তা পাঠানো হবে নেটিজেনদের কাছে। এই কাজে বিশেষ এক সংস্থাকে নিয়োগ করার কথা শনিবার জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের এডিজি নীরা রাওয়াতের বক্তব্য, “পুলিশ কর্তৃক গঠিত ‘ইউপি উওম্যান পাওয়ারলাইন ১০৯০’ নামক এই সংগঠন ইন্টারনেটে নজরদারি চালাবে। আশা করি, এতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রবণতা কমবে।”

একইসঙ্গে ইন্টারনেটে এহেন নজরদারির জন্য ‘উমাফ’ নামক সংস্থাকেও বরাত দেওয়ার কথা জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। এডিজি রাওয়াতের মতে, “কেউ ইন্টারনেট ব্যবহার করে অশ্লীল যৌনতা সংক্রান্ত কিছু খোঁজার চেষ্টা করলেই সেই ব্যক্তির কাছে বার্তা পাঠানো হবে। পাশাপাশি আমাদের তথ্যভান্ডারে সেই তথ্য জমা হবে।” পরবর্তীতে সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ ধরা পড়লে সেই তথ্যকে ব্যবহার করে কেস বিশ্লেষণ করার কথা জানান পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত উত্তরপ্রদেশ সরকার এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে জনতার। অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশের এই পদক্ষেপে ইতিমধ্যেই নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)। তাঁদের বক্তব্য, “নাগরিকদের ইন্টারনেট ইতিহাস জানা, ব্যবহারের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে সরকার। এই কাজ কতটা যুক্তিযুক্ত, তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এমনকী এর পিছনে ভিন্ন কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তাও জানা দরকার।”

Back to top button
%d