Amit Shah in Bengal: উদ্বাস্তু মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজন সারলেন অমিত শাহ

সামনেই বিধানসভা নির্বাচন। এই কারণে প্রত্যেক মাসেই নানান কেন্দ্রীয় নেতা সভা করতে আসছেন এই রাজ্যে। গত সপ্তাহে ঠাকুরনগরে মতুয়াদের জন্য সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সপ্তাহে ফের বাংলায় এলেন তিনি।
গতকাল রাতেই কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে নিউটাউনে বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরে বালিগঞ্জের ভারত সেবাশ্রমে যান অমিত শাহ। এরপর সেখান থেকে যান গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। সেখানে পুজো দিয়ে হেলিকপ্টারে নামখানায় গিয়ে, সেখানে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করেন তিনি।
এদিন নামখানাতে রথযাত্রা সেরে নারায়ণপুরে মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন শাহ। এই কারণে নারায়ণপুরে মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে ছিল আজ সাজো সাজো রব। সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর আপ্যায়নের জন্য তুমুল ব্যস্ততা দেখা দিল সুব্রত বিশ্বাসের বাড়িতে।
আরও পড়ুন- Amit Shah in Bengal: নামখানার সভায় ‘মাস্টারস্ট্রোক’ শাহ্’র! ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন, সরকারী চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণ
এদিন অমিত শাহ্’র সফরের কারণে সকাল থেকেই বিশ্বাস পরিবারের বাড়ি লাগোয়া এলাকায় নিরাপত্তাবাহিনী লক্ষ্য করা গেল। দফায় দফায় মেটাল ডিক্টেটর দিয়ে তল্লাশি চালানো হয়েছে। এলাকার মানুষ ছাড়া বাইরের কোনও লোকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শাহ্’র সফরের আগেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই রাস্তাঘাট পরিষ্কার করেছেন।
এদিন নামখানার ইন্দিরা ময়দানে সভা সেরে সুব্রতবাবুর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য পঞ্চব্যঞ্জন রান্নার আয়োজন করা হয়েছিল সুব্রতবাবুর বাড়িতে। আজ অমিত শাহ্’র পাতে ভাত, ঘি, ডাল, আলু-ফুলকপির তরকারি, পনিরের তরকারি, আমের চাটনি ইত্যাদি। বাড়ির গিন্নি নিজের হাতেই সব রান্না করেছেন।
আরও পড়ুন- Amit Shah in Bengal: ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’, সাগরের জল মাথায় ছুঁইয়ে কপিল মুনির আশ্রমে পুজো শাহ্’র
কয়েক বছর আগে সুব্রতবাবু ১.২০ লক্ষ টাকা পান আবাস যোজনায়। এর সঙ্গে নিজে আরও কিছু টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন তিনি। এদিন সেই বাড়িতেই মধ্যাহ্নভোজন সারেন শাহ। কথা বলেন সুব্রতবাবুর পরিবাররে সঙ্গেও। সুব্রতবাবু বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে নামখানায় বসবাস শুরু করেন।