দেশ

ভাবা যায়! আকাশছোঁয়া দাম সবজির, রত্নসম টমেটো লুট হওয়া থেকে রুখতে দোকানে বাউন্সার রাখলেন সবজি বিক্রেতা

সবজির দাম যেন আগুন ধরাচ্ছে। সবজি কিনতে বাজারে যেতে কালঘাম ছুটছে মধ্যবিত্তদের। বড় নোট ভাঙালেও ব্যাগে যা সবজি উঠছে তা ব্যাগের নীচেই পড়ে থাকছে। আর জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। মুখে কী তুলবে, ভেবেই যেন কূলকিনারা পাচ্ছেন না কেউই।

গত কয়েক সপ্তাহে অন্যান্য সবজির থেকে টমেটোর দাম আরও বেশি বেড়েছে। যেন সোনার দামে বিক্রি হচ্ছে এই সবজি। টুকটুকে লাল টম্যাটো কিনতে হাতে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। এই অমূল্য রতন যাতে কেউ লুট না করতে পারে, সেই কারণে এক অভিনব পন্থা অবলম্বন করলেন এক সবজি বিক্রেতা। দোকানে এবার বাউন্সার রাখলেন তিনি।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানকার এক সবজি বিক্রেতা অজয় ফৌজি এমনই ব্যবস্থা নিয়েছেন দুর্মূল্য টম্যাটোকে ‘ছিনতাই’ হওয়া থেকে রক্ষা করতে। শুধু টম্যাটোই নয়, আরও অন্যান্য সবজিও বিক্রি করেন তিনি।

ওই সবজি বিক্রেতার কথায়, “টমেটোর দাম আকাশ ছুঁয়েছে তাই বাউন্সার রেখেছি। লোকে টমেটো পেতে সহিংস হয়ে উঠছে, এমনকী লুট করছে। যেহেতু আমার দোকানে টমেটো রয়েছে, তাই বাউন্সার রেখেছি। ১৬০ টাকা কেজি টোম্যাটো বিক্রি হচ্ছে। লোকে ৫০ বা ১০০ গ্রাম টমেটো কিনছেন”।

সাধারণত হিরে-জহরত নিরাপত্তার জন্য বাউন্সার রাখা হয়। কিন্তু এখন টমেটো এত বেশি দুর্মূল্য যে তা নিরাপত্তা দিতে ডাক পড়ল বাউন্সারের। কিছুদিন আগেই কর্নাটকের হাসান জেলার গনি সোমানাহল্লি গ্রামে এক কৃষকের ক্ষেত থেকে দেড় লক্ষ টাকার টমেটো চুরি হয়ে যায়। আবার অন্ধ্রপ্রদেশে এক সবজি বিক্রেতার দোকান থেকে দুষ্কৃতীরা বেছে বেছে টমেটো, লঙ্কার মতো দামি সবজি চুরি করেছে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: