দেশ

‘মহিলাদের যারা হেনস্থা করে, যমরাজ তাদের জন্য অপেক্ষা করছেন, মৃত্যুভয় তাড়া করবে তাদের’, অপরাধীদের হুঁশিয়ারি যোগীর

মহিলাদের যারা হেনস্থা করেন, তাদের জন্য স্বয়ং যমরাজ অপেক্ষা করছেন। গতকাল, রবিবার এক জনসভায় অপরাধী মনস্কদের ঠিক এভাবেই হুঁশিয়ারি শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কিছুদিন আগেই এক নির্মম ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। সেখানে এক ছাত্রীমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়ে রয়েছে। অভিযোগ, কিছুদিন আগেই এক ছাত্রী সাইকেল চেপে বাড়ি ফেরার সময় তাকে উত্যক্ত করতে থাকে বাইকে সওয়ার তিন যুবক। ছাত্রীটিকে হেনস্থা করতে থাকে তারা।

এরপর হঠাৎই ওই ছাত্রীর ওড়না ধরে টান মারে ওরা। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে পড়ে যায় ওই ছাত্রী। সেই সময় তাঁর উপর দিয়ে বাইক চালিয়ে দেয় এক অভিযুক্ত। ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আম্বেদকরনগরে।

এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন আবার নাবালক। পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করেছিল তারা। তবে পুলিশের এনকাউন্টারে তাদের পায়ে গুলি লাগে। এই ঘটনায় যোগীরাজ্যে নারী সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।

এই ঘটনার পরই কার্যত হুঁশিয়ারি দেন যোগী আদিত্যনাথ। গতকাল, রবিবার আম্বেদকরনগরের এক শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই জেলায় ৩৪৩ কোটি টাকার মোট ৭৬ টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

এদিনের এই অনুষ্ঠান থেকেই অপরাধ মনস্কদের নিশানা করেন যোগী। তাঁর সাফ কথা, যারা অপরাধ করে, বিশেষ করে মহিলাদের হেনস্তা করে, তাদের জন্য যমরাজ অপেক্ষা করছে। প্রতি মুহূর্তে যে তাদের মৃত্যুভয় তাড়া করে বেড়াবে, তেমন হুঁশিয়ারিই দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Back to top button
%d bloggers like this: