রাজ্য

বিশ্বকর্মা পুজোর দিনই প্রাণহানি শ্রমিকের, সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু ৩ জনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১

আজ বিশ্বকর্মা পুজো অর্থাৎ কারিগর-শ্রমিকদের আনন্দ করার দিন। আর এদিনেই ছেয়ে গেল বিষণ্ণতা। বিশ্বকর্মা পুজোর দিনই সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার মাদারতলা এলাকায়।  

কী ঘটেছে ঘটনাটি?

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার মাদারতলা এলাকার এক স্থানীয় বাসিন্দার বাড়িতে সেপটিক ট্যাঙ্কের কাজ চলছিল। প্রথমে এক শ্রমিক নামেন ট্যাঙ্কে। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাওয়াতেও উঠে আসেন নি তিনি। এরপর তাঁকে উদ্ধার করতে আরও তিনজন ট্যাঙ্কে নামেন। ট্যাঙ্কের মধ্যে চারজনই জ্ঞান হারান। স্থানীয় ও প্রশাসনের সাহায্যে উদ্ধার করা হয় শ্রমিকদের।

তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা যায়। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন মনিরুল শেখ, রজব আলি এবং মাজু বিশ্বাস। মৃতেরা প্রত্যেকে হরিহরপাড়ার মাদারতলা এলাকার বাসিন্দা। বিশ্বকর্মা পুজোর দিন এমন এক ঘটনায় শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা। সহকর্মীদের এমন মৃত্যুর কারণে শোকে বিহ্বল বাকি কর্মীরাও।

এক কর্মী জানান, “নতুন চেম্বার। ঢাকনা করতে হত। সেখানে সেন্টারিংয়ের নতুন হেড মিস্ত্রি নামেন। কিন্তু গ্যাস হয়ে যাওয়ার জন্য অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর আরেক জন নামেন, তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে আবার এক জন। বিষাক্ত গ্যাসেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েন”।

Back to top button
%d bloggers like this: