তেলাপিয়া মাছ খেতেই বিপদ, মৃত্যুমুখে মহিলা, চলে গেলেন কোমায়, ধীরে ধীরে বিকল হচ্ছে একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ

অনেক শখ করে বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে এনেছিলেন। তা বেশ জমিয়ে খেয়েওছিলেন। কিন্তু তারপরই বাড়ল বিপত্তি। তেলাপিয়া মছ খেয়ে এখন মৃত্যুমুখে সেই মহিলা। ধীরে ধীরে তাঁর একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ সব বিকল হয়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসা চললেও তাঁর বাঁচার কোনও আশা নেই বলেই জানিয়ে দিলেন চিকিৎসকরা।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে। সেখানকার এক প্রতিবেদন অনুযায়ী, এই মহিলার নাম লরা বাজারাস। বয়স বছর চল্লিশ হবে। লরার এক বান্ধবী মেসিনা জানিয়েছেন, সান জোসের এক বাজার থেকে তেলাপিয়া মাছ কিনেছিলেন লরা। নিজের বাড়িতেই ওই মাছ রান্না করেন তিনি। মেসিনাও তাঁর সঙ্গে সেই মাছ খেয়েছিলেন। জানা গিয়েছে, আধ কাঁচাভাবে সেই মাছ রান্না করেছিলেন লরা।
তাঁর বান্ধবী মেসিনা জানান, সেই মাছ খাওয়ার পর থেকেই দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু লরা ভয়াবহ পরিস্থিতির শিকার হন। মেসিনা জানান, লরার হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তাঁর পায়ের আঙুল, পায়ের পাতা, ঠোঁট কালো হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিডনি বিকল হতে শুরু করে লরার। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। কিন্তু অবস্থার উন্নতি তো হয়ই না বরং কোমায় চলে যান তিনি। এরপরই একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করেছে লরার।
কিন্তু কেন এমন হল?
চিকিৎসকদের কথায়, শুধুমাত্র তেলাপিয়া মাছের জন্য নয়, সামুদ্রিক ওই মাছে থাকা সংক্রামক ব্যাকটেরিয়ার কারণেই একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করেছে লরার। তাঁর শরীরে সেপসিস দেখা দেয়। এই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। কোনও কোনও সামুদ্রিক খাবারে দানা বাঁধে ওই ব্যাকটেরিয়া। চিকিৎসকরা জানিয়েছেন মারণ এই ব্যাকটেরিয়ার কারণেই মারাত্মক সংক্রমণ হয়েছে লরার।
সামুদ্রিক মাছ থেকে এই ব্যাকটেরিয়া মানবদেহে ঢুকে পড়ে। এরপর তা সারা শরীরে সংক্রমণ ছড়ায়। সেই কারণেই চিকিৎসকরা সবসময় বলেন যে সামুদ্রিক খাবার বুঝেশুনে খাওয়া উচিত। সামুদ্রিক কোনও খাবার ভালোভাবে ধুয়ে তা উচ্চতাপে রান্না করতে হয়। বেশি তাপে নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়া।