লাগামছাড়া দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের, এবার থেকে ডিএলএড কলেজে বন্ধ অফলাইনে ভর্তি প্রক্রিয়া

দুর্নীতির অভিযোগ লেগেই রয়েছে। এমন অবস্থায় তাই ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য কড়া পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছর থেকেই রাজ্যের সমস্ত ডিএলএড কলেজে অফলাইনে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিল পর্ষদ। আজ, বুধবার আদালতে এমনটাই জানাল তারা।
আজ, বুধবার এই নিয়ে একটি মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে চলতি বছর থেকেই রাজ্যের সমস্ত ডিএলএড কলেজে অফলাইনে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হল।
রাজ্যে আপাতত ৪৪টি সরকারি ও ৬০০টি বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে। এই বছর থেকেই সেই সমস্ত কোনও কলেজেই আর অফলাইনে ভর্তি হওয়া যাবে না। সমস্ত ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে। পর্ষদের তরফে হাইকোর্টের আরও জানানো হয় যে ভর্তির মেধাতালিকাও প্রকাশ করা হবে অনলাইনেই।
এদিন আদালতে শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, গতকাল, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই স্থির করা হয় যে এই বছর থেকে রাজ্যের কোনও ডিএলএড কলেজেই আর অফলাইনে ভর্তি প্রক্রিয়া হবে না। অনলাইনেই হবে গোটা প্রক্রিয়া। ভর্তির মেধাতালিকা অনলাইনেই প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের টেট পরীক্ষার দিনক্ষণও জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আগামী ১০ ডিসেম্বর হবে টেট পরীক্ষা। এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে। অনলাইনে আবেদন করতে হচ্ছে প্রার্থীদের। আগামী ৪ অক্টোবরের রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদনকারীরা ফর্মের টাকা জমা দিতে পারবেন ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ১৫০ নম্বরে হবে টেট পরীক্ষা। পাশ করতে গেলে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের অবশ্যই ৬০ শতাংশ নম্বর পেতে হবে। আর সংরক্ষিত প্রার্থীদের জন্য পাশের নম্বর ৫৫ শতাংশ।