দারুণ অফার! বাজাজ পালসারের এই বাইক এবার ঘরে তুলুন মাত্র ১০,০০০ টাকাতেই, মাইলেজ জানলে অবাক হবেন

ভারতীয় বাইকের বাজারে বাজাজ পালসার অন্যতম জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। একচেটিয়া ব্যবসা ধরে রাখতে পালসারের জুড়ি মেলা ভার। পালসারের নানান বাইকের মধ্যে Bajaj Pulsar 125 Neon-এর নাম বিশেষ উল্লেখযোগ্য।
এই বাইক হিরো মোটরকর্প থেকে শুরু করে হন্ডা, রয়্যাল এনফিল্ডকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তবে অনেকেই দামের কারণে এই বাইক কিনতে পারেন না। এবার সংস্থার তরফে তাদের জন্য নিয়ে আসা হল এক দুর্দান্ত অফার যার জেরে মাত্র ১০,০০০ টাকাতেই এই বাইক কিনতে পারবেন গ্রাহকরা।
কী কী ফিচার্স রয়েছে এই বাইকে?
- Bajaj Pulsar 125 Neon বাইকে রয়েছে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।
- এটি সর্বোচ্চ ১২ পিএস শক্তি ও ১১ নিউটন মিটার টর্ক তৈরি করে। এই বাইকে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
- Bajaj Pulsar 125 Neon-এর ARAI মাইলেজ ৫১ কিলোমিটার প্রতি লিটার।
- এই বাইকে রয়েছে টিউবলেস টায়ার চালিত ডিস্ক ও ড্রাম ব্রেকের কম্বিনেশন।
- Bajaj Pulsar 125 Neon দুটি চাকায় রয়েছে ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল।
- রয়েছে LED ও হ্যালোজেন লাইটিং।
- Bajaj Pulsar 125 Neon বাইকের সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার।
Bajaj Pulsar 125 Neon দাম
Bajaj Pulsar 125 Neon এক্স-শোরুম মূল্য ৮৭,১৪৯ টাকা (এক্স-শোরুম)ম তবে অন রোড প্রাইস পড়বে প্রায় ১ লক্ষ টাকা। তবে এই দাম দিয়ে বিক কেনা অনেক মধ্যবিত্ত মানুষের কাছেই সম্ভব নয়। সেই কারণে বিকল্প পথ এনেছে সংস্থা। এই বাইক কেনার উপর রয়েছে ফিনান্সিং প্ল্যান যার মাধ্যমে গ্রাহকরা মাত্র ১০,০০০ টাকা দিয়েই বাইকের ঘরে তুলতে পারবেন।
বাইক ইএমআই
গ্রাহকরা যদি Bajaj Pulsar 125 Neon বাইক কিনতে চান, তাহলে ব্যাঙ্কের তরফে ৯০,২৫০ টাকা লোণ নিতে পারবেন। এরপর ন্যূনতম ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট জমা দিয়েই কিনতে পারেন এই বাইক। সুদের হার যদি ৯.৭ শতাংশ ও মেয়াদ যদি ৩৬ মাসের হয়, তাহলে গ্রাহককে মাসে ২,৯০৮ টাকা ইএমআই দিতে হবে।