অবাক কাণ্ড! হানিমুনে গিয়ে বর জানতে পারলেন তাঁর স্ত্রী মহিলাই নন, আসল রহস্য ফাঁস হতেই যা করলেন যুবক…

বেশ ধূমধাম করেই সম্পন্ন হয়েছিল বিয়ে। বর-কনে উভয় পক্ষের সম্মতিতেই বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর হানিমুনে যান নতুন দম্পতি। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। উদঘাটন হল আসল রহস্য। মাথায় বাজ ভেঙে পড়ল নতুন বরের। আর সেই কাহিনী নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গেল নেটিজেনদের মধ্যে।
বিয়ের পর নিত্য অশান্তি বা বোঝাপড়ার অভাবে ডিভোর্স হয়ে যাওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তবে ডিভোর্সের নেপথ্যে যে এমন কারণ থাকতে পারে, তা বেশ অবাক করার মতোই। স্বামী জানতে পারলেন, তাঁর স্ত্রী নাকি মহিলাই নন। এমন কাণ্ড অবাক করেছে নেটবাসীদেরও।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রাতে। হানিমুনে গিয়ে যুবক জানতে পারেন যে তাঁর স্ত্রী মহিলাই নন। হানিমুন থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন তারা। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নেন যুবক। সম্প্রতি সেই মামলায় বিবাহবিচ্ছেদের রায় দিয়েছেন বিচারক।
ঘটনার সূত্রপাত সাত বছর আগে। জানা গিয়েছে, ২০১৬ সালের ২৭শে জানুয়ারি বিয়ে হয় আগ্রার ইতমাদ্দৌলা থানা এলাকার এক যুবকের। বিয়ের পরই কয়েকদিন পর নবদম্পতি হানিমুনে যান। সেখানেই তিনি জানতে পারেন যে তাঁর বিবাহিত স্ত্রী মহিলাই নন। মহিলাদের মতো গোপণ অঙ্গ নেই তাঁর স্ত্রীর।
হানিমুখে এমন সত্যি জানতে পেরে হতবাক হয়ে যান যুবক। চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান যুবক। বেশ কয়েক মাস চিকিৎসাও হয়। কিন্তু কোনও লাভ হয়নি। চিকিৎসক পরিষ্কার জানিয়ে দেন যে ওই যুবকের স্ত্রী কখনোই মা হতে পারবেন না।
লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারেন নি যুবক। তবে শেষ পর্যন্ত ফ্যামিলি কোর্টে তিনি ডিভোর্স ফাইল করেন। বেশ কিছু বছর চলে সেই ডিভোর্স মামলা। অবশেষে বিবাহবিচ্ছেদের রায় দেন বিচারক।