প্রযুক্তি

মোবাইল ফটোগ্রাফির শখ? ১০,০০০ টাকারও কমে পেয়ে যান দারুণ ক্যামেরাযুক্ত সেরা সব স্মার্টফোন

কোনও ভালো স্মার্টফোন কিনতে গেলে প্রথমেই যে কথাটা আমাদের মাথায় আসে, তা হল বাজেট। সকলেই চান কম বাজেটের মধ্যে ভালো ফোন কিনতে। অনেকেই আবার মোবাইল ফটোগ্রাফির শখ রাখেন। সেই কারণে ভালো ক্যামেরার ফোনও দরকার।

তাহলে কম বাজেটের মধ্যে ভালো আবার ভালো ক্যামেরার ফোন পাওয়া একটু দুষ্কর তো বটেই। তবে এবার আর তেমন চিন্তার কারণ নেই। কারণ কিছু কিছু মোবাইল কোম্পানি খুব কম দামের মধ্যেই ভালো ক্যামেরার স্মার্টফোন বাজারে এনেছে। ১০ হাজার টাকারও কমে আপনি পেয়ে যেতে পারেন দারুণ ক্যামেরাযুক্ত এই স্মার্টফোন।

সেই ফোনগুলি কী কী, এক ঝলক দেখে নেওয়া যাক-  

Realme Narzo N53: এটিও একটি দুর্দান্ত মিড রেঞ্জ স্মার্টফোন। এতে MediaTek Helio জি৯৬ প্রসেসর, ৬.৬ ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩৩ ডব্লিউ ফাস্ট চার্জিং সহ ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে। Flipkart-এ স্মার্টফোনটির দাম ৮,৯৯৯ টাকা।

Samsung Galaxy F13: সম্প্রতি লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। এতে রয়েছে ৬.৬ ইঞ্চি এফএইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, MediaTek Helio জি৮০ প্রসেসর, ৬০০০ মেগাহার্টজ ব্যাটারি ১৫ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। স্মার্টফোনটির দাম ৯,৬৯৯ টাকা।

Xiaomi Redmi 10: এই স্মার্টফোনটিতে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটিতে MediaTek Helio জি৮৮ প্রসেসর এবং সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। এই ফোনটির দাম ৯,৪৯৯ টাকা।

Nokia C32: Flipkart-এ এই স্মার্টফোনটির দাম ৯,৪৯৯ টাকা। ফোনটিতে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১৩ এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি কোম্পানিটির জনপ্রিয় একটি কম দামের ফোন।

Back to top button
%d bloggers like this: