প্রতীক্ষার অবসান! অবশেষে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে, আগামী ২৪ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি, রথের দিন কী ভিজবে বাংলা?

অবশেষে প্রতীক্ষার প্রহর গোনার অবসান। মানুষকে স্বস্তি দিতে শেষমেশ দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। উত্তরবঙ্গে অনেকদিন আগেই বর্ষা ঢুকেছিল কিন্তু দক্ষিণবঙ্গ পুড়ছিল তীব্র দাবদাহে। প্রাক-বর্ষার হালকা বৃষ্টি হলেও অস্বস্তি ভাব কাটে নি। এবার আলিপুর আবহাওয়া দফতর জানাল যে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় তুমুল ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল, ১৯ জুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই বর্ষা ঢুকেছে। আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে মৌসুমী বায়ু প্রবেশ করবে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে গত ১২ জুন। কিন্তু তারপর থেকেই মালদহে আটকে ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত ১১ জুনকলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। কিন্তু এই বছর সেই জায়গায় বর্ষা এল আট দিন পর।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়াতে ভারী বৃষ্টি হবে। এছাড়াও, আগামীকাল, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ নানান জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর এর জেরে ধস নামার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। বর্ষা প্রবেশের ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমেছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।