প্রযুক্তি

পার্কিংয়ের ঝামেলা থেকে মুক্ত, সাইকেল ভাঁজ করেই রেখে দিন একপাশে, চমক লাগাল ফোল্ডেবল ই-সাইকেল

সাম্প্রতিককালে অনেকেই বৈদ্যুতিক যানের দিকে ঝুঁকেছেন। পরিবেশবান্ধব যানবাহন চালাতে বেশ স্বচ্ছন্দ এখন মানুষ। রমরমিয়ে বাড়ছে ই-বাইক, ই-গাড়ির ব্যবহার। এর পাশাপাশি তেমনই আবার চাহিদা বেড়েছে ই-সাইকেলেরও। অনেক তাবড় তাবড় ই-বাইককে অনেক সময় টেক্কা দিয়ে দেয় এই ই-সাইকেল।

সম্প্রতি ভারতে দুটি ইলেকট্রিক সাইকেল লঞ্চ হয়েছে। এগুলি হল- একটি হল EMotorad কোম্পানির Doodle ও অন্যটি Svitch Lite XE। এই দু’টি ই-সাইকেলই ফোল্ডেবেল অর্থাৎ চালানোর পর ভাঁজ করে রাখা যায় সাইকেল। আর্বান রাইডিংয়ের পাশাপাশি পাথুরে জমিতে মাউন্টেন সাইকেল হিসাবেও ব্যবহার করা যায় বলে জানা গিয়েছে।

একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই দুই ই-সাইকেল সম্পর্কেঃ

Svitch Lite XE

এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে 36V 10.4 AH ব্যাটারি ও 36V, 250W মোটর। উপযুক্ত রাইডিং অভিজ্ঞতার জন্য মিলবে Shimano 7 স্পিড গিয়ার এবং ৫টি মোডের PAS (প্যাডেল অ্যাসিস্ট্যান্স সিস্টেম)। এছাড়াও অ্যাডজাস্টেবেল হ্যান্ডেলবার, সিটবার ও সাসপেনশন রয়েছে এই ই-সাইকেলে।

রয়েছে LCD ডিজিটাল ডিসপ্লে এবং টেল লাইট ইন্ডিকেটর। সংস্থার দাবী, এই ইলেকট্রিক সাইকেলটি ফুল চার্জ দিলে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করবে। বাজারে পাঁচটি রঙে মিলছে এই সাইকেল। এগুলি হল- স্কারলেট রেড, মিডনাইট স্যাফায়ার, ইয়েলো এবং দুটি স্পেশাল এডিশন যা হল গবলিন গ্রিন ও বার্লিন গ্রে। Svitch Lite XE ইলেকট্রিক সাইকেলের দাম ৭৪,৯৯৯ টাকা।

EMotorad Doodle V2

এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে 36 V 10.4 AH লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। থাকছে 36V 250W রিয়ার হাব মোটর। এই সাইকেলে থাকছে রিমুভেবেল ব্যাটারি। এছাড়াও থাকছে Shimano 7 স্পিড শিফটার, সাসপেসন হিসাবে ফ্রন্ট ফর্ক, ডিস্ক ব্রেক এবং অটো কাট-অফ। সংস্থার দাবী এই ই-সাইকেল ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় তিন ঘণ্টা।

সংস্থার দাবী অনুযায়ী, এই ইলেকট্রিক সাইকেলে দেওয়া হয়েছে M5 LCD যা ওয়াটারপ্রুফ। সাইকেলের সামনে রয়েছে লাইট এবং হর্ন-এর ব্যবস্থাও। সাইকেলের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে ৩৫ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম এই ই-সাইকেল। EMotorad Doodle V2 এর দাম ৪৯,৯৯৯ টাকা।

Back to top button
%d bloggers like this: