প্রযুক্তি

উৎসবের মরশুমে দারুণ অফার! গাড়িতে ১.২৫ লক্ষ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা আনন্দ মাহিন্দ্রার, দেখে নিন তালিকা

বর্তমানে নানান সেডান বা হ্যাচব্যাক গাড়ির থেকেও SUV-এর চাহিদা বাজারে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর  SUV-র বাজারে মাহিন্দ্রার নাম অন্যতম। বিশ্ব বাজারে এই সংস্থার SUV-র বিক্রি সবথেকে বেশি বলা যায়। এবার উৎসবের মরশুমে এক দারুণ সুখবর দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। মাহিন্দ্রার একাধিক গাড়িতে এবার মিলছে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

মাহিন্দ্রার কোন কোন গাড়িতে এই ছাড় মিলছে, একবার দেখে নেওয়া যাক-

  • মাহিন্দ্রার একমাত্র বৈদ্যুতিক গাড়ি XUV400-এ সবথেকে বেশি মিলছে। এই গাড়িতে মিলবে ফ্ল্যাট ১.২৫ লক্ষ টাকা ছাড় মিলবে। বাজারে এই চার চাকার দাম ১৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু।
  • মাহিন্দ্রার Mahindra Marazzo গাড়ির উপর ৭৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সংস্থাটি। এর মধ্যে আবার ৫৮,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট এবং ১৫,০০০ টাকার অ্যাক্সেসরিজও মিলবে।
  • অন্যদিকে, Mahindra Bolero এবং Bolero Neo গাড়িদুটিতে মিলছে বড় ছাড়। প্রথম গাড়িটিতে মিলবে ২৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা ছাড় আর Bolero Neo-এ মিলবে ৭,০০০ থেকে ৩৫,০০০ টাকা ছাড়।
  • Mahindra XUV300 গাড়ির উপর আবার মোটা টাকা সঞ্চয় করার সুযোগও পাবেন গ্রাহকরা। এই গাড়িরে ৭১,০০০ টাকা পর্যন্ত ছাআর মিলবে। এর মধ্যে পেট্রল ভেরিয়েন্টে মিলবে ৪,৫০০ টাকা থেকে ৭১,০০০ টাকা ছাড়। আর ডিজেল মডেলের গাড়িতে মিলবে ৪৬,০০০ থেকে ৭১,০০০ টাকা ছাড়।  

কবে পর্যন্ত মিলবে এমন দুর্দান্ত অফার?

সংস্থার তরফে জানানো হয়েছে যে উপরোক্ত এই গাড়িগুলিতে যে ছাড় দেওয়া হচ্ছে, তা গোটা সেপ্টেম্বর মাস জুড়েই মিলবে। তবে মাহিন্দ্রার সবথেকে জনপ্রিয় গাড়ি Thar-এর উপর কোনও ডিসকাউন্ট রাখে নি সংস্থা। স্বাধীনতা দিনই প্রকাশিত হয়েছে Thar-এর বৈদ্যুতিক ভার্সন গাড়ির ছবি। খুব শীঘ্রই বাজারে আসছে এই গাড়ি।

Back to top button
%d bloggers like this: