রাজ্য

চোর সন্দেহে হাত-পা বেঁধে বেধড়ক মারধর, চোখে-মুখে ছেটানো হল নুন-লঙ্কার গুঁড়ো, উদ্ধার করল পুলিশ

চোর সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এমনকি, তার চোখে-মুখে নুন ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে পুলিশ। গণপিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে যুবক। পুলিশই তার চিকিৎসার ব্যবস্থা করে। চুরির অভিযোগে পরে ওই যুবককে গ্রেফতার করা হয় বলেও জানা গিয়েছে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার বিকেলে বহরমপুর থানার পাকুড়িয়া বিলেরধার এলাকায়। জানা গিয়েছে, সেখানকার এক নির্মীয়মাণ বাড়ি রয়েছে। সেই বাড়িতে ঢুকেই পাম্প চুরি করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। সেই সময় ওই বাড়ির অন্য প্রান্তে কাজ করছিলেন শ্রমিকরা। অভিযুক্তকে দেখতে পেয়ে ছুটে যান তারা। ধরে ফেলেন ওই যুবককে।

এরপরই যুবকের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, যুবকের চোখে-মুখে নুন ও লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যখন যুবকের উপর এমন অত্যাচার চলছে, তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। তারাই অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ওই সন্দেহভাজন যুবকের বাড়ি বহরমপুর থানার কান্তনগর এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর আটক করা করেছে ওই যুবককে, এমনটাই জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, “বেশ কিছু দিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি থেকে একাধিক জিনিস চুরি হচ্ছিল। পুলিশে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি”।

Back to top button
%d bloggers like this: