রাজ্য

‘পঞ্চায়েত আর লোকসভা ভোটে জিতে আগে ১০০ দিনের কাজের টাকা আদায় করে নিয়ে আসব’, কোচবিহার থেকে কেন্দ্রকে শাসানি মমতার

এর আগেও বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি। এবার কোচবিহারে গিয়ে পঞ্চায়েত নির্বাচনী সভা থেকেও সেই একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। পঞ্চায়েত নির্বাচনে জিতে ১০০ দিনের কাজের টাকা আদায় করবেন বলে কেন্দ্রকে হুঙ্কার দিলেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে প্রচারের জন্য উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করেন তিনি। এদিন ফের একবার এই মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান মমতা। বলেন, “আমরা টাকা আদায় করে ছাড়ব। পঞ্চায়েতে জিতে আদায় করব। ১০০ দিনের কাজ করে টাকা দেয়নি। বাংলা থেকে টাকা তুলে নিয়ে যায়। তার একটা অংশ আমাদের দেয়”।

এছাড়া মমতার অভিযোগ, “বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি। আমরা বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করব। একটু অপেক্ষা করুন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে জিতে টাকা নিয়ে আসব”।

প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থবর্ষের হিসেব অনুযায়ী, মনরেগা প্রকল্প বা ১০০ দিনের কাজে ভালো ফল করেছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিনের কাজে বাংলাতেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে। রিপোর্ট বলছে, এই প্রকল্পে এই রাজ্যে ১ কোটি ১ লক্ষ মানুষ কাজ পেয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ। কর্মদিবস তৈরির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

তবে মমতা সরকারের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। আর এর জেরে বেশ বিপদের মুখে অসহায় মানুষ। এই নিয়ে বারবার কেন্দ্রকে দেগেছে রাজ্য সরকার। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের একবার কেন্দ্র সরকারকে হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো।

Back to top button
%d bloggers like this: