প্রযুক্তি

বড় সুখবর! ৭০০০-এরও কম টাকায় পেয়ে যান ৭ জিবি র‍্যামের তুখোড় স্মার্টফোন, এখনই অর্ডার না করলে ফসকে যাবে অফার

যে সমস্ত গ্রাহকরা কম দামে ভালো ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এবার এল এক বড় সুখবর। এক জনপ্রিয় ই-কমার্স সাইট খুবই কম দামে নিয়ে এল এক তুখোড় স্মার্টফোন। নানান ধরণের স্মার্টফোনের মধ্যে এই ফোন অন্যতম।

আমরা ফোন কিনতে গেলে আগে যাচাই করি ফোনের র‍্যাম কত, স্টোরেজ কেমন, বা ক্যামেরা ভালো কী না। আর কম দামে যদি কোনও ফোনের মধ্যে এমন সব ফিচার্স পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। কিন্তু বেশি র‍্যাম যুক্ত ফোনের দাম অনেকটাই বেশি হওয়ায় অনেকেই তা কিনতে পারেন না। তবে এবার তাদের কথা মাথায় রেখে কম দামে দারুণ ফোন নিয়ে হাজির Infinix Smart 7।

কোথায় কত দামে মিলছে এই ফোন?

এই মুহূর্তে ফ্লিপকার্টে চলছে সেল। সেই কারণে গ্রাহকদের ফোনের উপরে বড় ছাড় দেওয়া হচ্ছে। এই সেলের সেরা অফারের কথা বলতে গেলে বলতে হয়, Infinix Smart 7 ফোনের কথা। যা এই সেল থেকে প্রায় অর্ধেক দামে ক্রয় করা যাবে। ফ্লিপকার্টের তালিকা থেকে জানা গিয়েছে যে, ৯,৯৯৯ টাকার পরিবর্তে এই ফোনটি মাত্র ৬,৫৬৯ টাকায় ক্রয় করা যাবে। 

কী কী রয়েছে এই ফোনে?

  • এই ফোনের সবচেয়ে বিশেষ ফিচার হল এর ৬০০০ মেগাহার্টজের ব্যাটারি।
  • এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। বিশেষ বিষয় হল এটিতে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাচ্ছে।
  • এই ফোনটিতে রয়েছে৬.৬ ইঞ্চির ১৬১২x৭২০ পিক্সেল এলইডি ডিসপ্লে।
  • ৫০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৬০ হার্ট জ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। গ্রাহকরা এই ফোনে পাওয়ারভিআর জিপিইউ সহ Unisoc SC9863A1 প্রসেসর পাবেন।
  • Infinix Smart 7 ফোনের র‍্যাম ৭ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। একই ভাবে এই ফোনের স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এক্স ওএস -তে কাজ করে।
  • এই ফোনে ইউএসবি টাইপ-সি পোর্ট চার্জিং রয়েছে।
  • কানেকটিভিটির জন্য, এই ফোনে ডুয়াল-সিম সাপোর্ট, ব্লুটুথ ৪.২ সাপোর্ট এবং জিপিএস সাপোর্ট রয়েছে।
  • নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই ফোনে রয়েছে।

ফোনের ক্যামেরা কেমন

  • ক্যামেরা হিসেবে Infinix Smart 7 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের।
  • সেলফির জন্য এই বাজেট ফোনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। গ্রাহকরা এই ফোনের সামনের দিকেও এলইডি ফ্ল্যাশের সুবিধা পাবেন।
Back to top button
%d bloggers like this: