আবহাওয়ার খামখেয়ালিপনা! উত্তরে বন্যার সতর্কতা আর দক্ষিণ পুড়ছে গরমে, আগামী সপ্তাহে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, আশার বাণী হাওয়া অফিসের

কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। কিন্তু দক্ষিণবঙ্গে কবে একটু বৃষ্টি হবে, কবেই বা বর্ষার আগমন ঘটবে, সেই আশায় চাতক পাখির মতো চেয়ে দক্ষিণবঙ্গবাসী। তবে হাওয়া অফিসের মতে দক্ষিণে বৃষ্টির জন্য এখন দিন দুয়েক অপেক্ষা করতে হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে মালদহে আটকে রয়েছে মৌসুমী অক্ষরেখা। আর সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। উল্টে আকাশ জুড়ে মেঘের আস্তরণ, আর তার জেরে তাপপ্রবাহ। আর এর দোসর চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা। পারদ ৪০ ডিগ্রি না ছুঁলেও ‘ফিলস লাইক’ পৌঁছে গেছে ৫৫ ডিগ্রি সেলসিয়াসে। ভ্যাপসা গরমের জেরে কার্যত সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা যেন দক্ষিণবঙ্গবাসীর।
এমন পরিস্থিতি রবিবার পর্যন্ত সহ্য করতে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়ায় চলবে তাপপ্রবাহ। কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও এখন বৃষ্টি হবে না। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর আগমন ঘটবে। ফলত রবিবার বিকেলের পর থেকেই আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে।
তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরম জারি থাকবে। সোমবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনাতে বেশি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর।
অন্যদিকে, শনি ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের পাহাড়ি অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে একটু বৃষ্টি কমলেও, তা চলবে শুক্রবার পর্যন্ত। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে পাহাড়ের নিচু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ।