৩৩ হাজার ফোন এবার পেয়ে যান মাত্র ৫ হাজার টাকায়, Oppo Reno 10 5G ফোনের উপর দারুণ অফার দিচ্ছে কোম্পানি

বর্তমানে স্মার্টফোন আমাদের নিত্য জীবনের সঙ্গী হয়ে উঠেছে। স্মার্টফোন কিনতে গেলে বাজেটের কথাটাও আমাদের মাথায় রাখতে হয়। কম দামে ভালো ফোন পাওয়াটা আজকাল অবশ্য খুব চাপের ব্যাপার নয়। ভালো ফোন, ভালো ব্যাটারির খোঁজ সকলেই করে। তবে যদি এমন হয় যে ৩২,৯৯৯ টাকার ফোন আপনি মাত্র ৫,৫০০ টাকাতেই পেয়ে যান, তাহলে, কেমন হবে ব্যাপারটা? এমনই এক দুর্দান্ত অফার দিচ্ছে Oppo। এই সংস্থার Oppo Reno 10 5G ফোনের উপর মিলছে বিপুল ছাড়।
Oppo Reno 10 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার:
- Oppo Reno 10 5G-তে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল HD+ OLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
- এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর 6nm MediaTek Dimensity 7050 চিপসেট।
- Oppo Reno 10 5G ফোনে Android 13 OS রয়েছে।
- এই স্মার্টফোনে মিলবে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
কীভাবে এত কম দামে মিলবে এই ফোন?
গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে খুব কম দামে কিনতে পারেন Oppo Reno 10 5G স্মার্টফোন। Oppo-এর এই স্মার্টফোনের উপর ইতিমধ্যেই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এছাড়াও গ্রাহক এমন কিছু অফার পাবেন, যাতে ফোনের দাম অনেকটাই কমে যাবে।
এক্সচেঞ্জ অফারেরও সুবিধা দিচ্ছে ফ্লিপকার্ট। এই স্মার্টফোনটিতে ২৭,৪৯৯ টাকার একটি এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির দাম অনেকটাই কমে যাবে। তখন শুধুমাত্র ৫,৫০০ টাকা খরচ করলেই গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন। গ্রাহক নিজের পুরনো ফোনটি ফ্লিপকার্টে দিলেই নতুন Oppo Reno 10 5G পেয়ে যাবেন।