৬ বছর বয়সেই বাজিমাত! স্বামী বিবেকানন্দের ৫০টি বাণী ইংরেজিতে ঝরঝরে মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বাংলার খুদের

মাত্র ৬ বছর বয়সে কামাল করে দেখাল পুঁচকে অরিজিৎ। ইংরেজিতে স্বামী বিবেকানন্দের বাণী মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩-এ নাম তুলল ওই খুদে। এরপর এশিয়া বুক অফ রেকর্ডসের দিকে এগোচ্ছে সে।
কী করেছে এই পুঁচকে?
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নীলডাঙার বাসিন্দা আনন্দ পাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আনন্দবাবু ও অপর্ণার ছোট ছেলে অরিজিৎ। স্থানীয় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ইউ কেজিতে পড়ে সে। খুব ছোটো থেকেই নানান বিষয়ে আগ্রহী সে। পড়াশোনার পাশাপাশি ছেলের অন্য বিষয়ে আগ্রহ দেখে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন পাল দম্পতি।
আনন্দবাবু ও অপর্ণা তাই ইউটিউব ঘেঁটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য ছেলেকে প্রস্তুত করেন। স্বামী বিবেকানন্দর ৫০ টি বাণী, ৫০ টি কবিতা, ২৯ রাজ্য ও তার রাজধানীর নাম, ২০০ টি সাধারণ জ্ঞান-সহ মোট পাঁচ বিষয়ে ভিডিও রেকর্ড করেন তারা। গত ৭ জুলাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানো হয় সেই ভিডিও। সেখান থেকে স্বামী বিবেকানন্দর ৫০ টি ইংরেজি বানীকে সিলেক্ট করা হয়।
তিনদিন আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে অরিজিতকে শংসাপত্র, বই, মেডেল পাঠানো হয়েছে। এখন গঙ্গারামপুরে খুশির আমেজ। অরিজিতের মা অপর্ণা দেবী জানান, “স্কুলের প্রিন্সিপাল এনিয়ে আমাদের প্রথম উৎসাহ দিয়েছিলেন। প্রিন্সিপাল, গৃহশিক্ষিকার পাশাপাশি আমিও এনিয়ে লেগেছিলাম ছেলের সঙ্গে। খুব সহজেই অভিজিৎ নিজেকে তৈরি করে ফেলেছে। আগামীতে এশিয়া বুক অফ রেকর্ডসে যাতে সে নাম তুলতে পারে সেদিকেই এগোচ্ছি আমরা”।