প্রযুক্তি

ন্যূনতম খরচে ঘরে নিয়ে আসুন হিরো জুম ১১০ স্কুটার, দাম ৭০ হাজারেরও কম

বাজারে দু-চাকার জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। চলতি বছরের জানুয়ারি মাসেই বাজারে এসেছে হিরো মটোকর্প। দারুণ ডিজাইনের সঙ্গে এতে শক্তিশালী ইঞ্জিন। ৩টি ভ্যারিয়েন্টে মিলছে এই স্কুটার। এই স্কুটারের জ্বালানিও কম। আপনিও যদি এই স্কুটার কিনতে চান তাহলে ইএমআই দিয়েও কিনতে পারেন।

কত দাম এই স্কুটারের?

হিরো জুম ১১০ স্কুটারের দাম শুরু হয়েছে ৬৮,৫৯৯ টাকা থেকে যা পৌঁছেছে ৭৬,৬৯৯ টাকা পর্যন্ত। স্কুটারের টপ ভেরিয়েন্টের অন-রোড প্রাইজ পড়তে পারে ৯১ হাজার টাকার কমবেশি। উল্লেখ্য এই দাম, রাজ্য অনুযায়ী নির্ভর করবে। সবমিলিয়ে হিরো জুম স্কুটার কিনতে খরচ পড়বে প্রায় ৯১ হাজার টাকার মতো। কিন্তু এমন অনেকে রয়েছেন যারা একসঙ্গে এতগুলো টাকা খরচ করতে চান না। সেই সকল মানুষ মাসিক কিস্তিতে এই স্কুটার কিনতে পারেন।

লোণ দিয়ে কেনা যাবে কী এই স্কুটার?

জানা গিয়েছে, এই স্কুটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে আপনি ৮৩ হাজার টাকা লোণ নিতে পারেন। এর জন্য সুদের হার ৯.৭ শতাংশ। লোণ পাশ হলে ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করে এই স্কুটার কিনতে পারবেন ক্রেতা। আর এই লোণের জন্য প্রতি মাসে ২,৩৪৭ টাকা কিস্তি দিতে হবে। তিন বছর ধরে চলবে ইএমআই।

কী কী রয়েছে এই স্কুটারে?

এই স্কুটারে ইঞ্জিন রয়েছে ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড যা সর্বাধিক ৮.১৬ পিএস শক্তি এবং ৮.৭০ এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ৫.২ লিটার।

১৯ লিটার আন্ডার সিট স্টোরেজ রয়েছে এই স্কুটারে। এ ছাড়াও মিলবে আইথ্রিএস প্রযুক্তি, যা সংস্থার দাবি অনুযায়ী স্কুটারের মাইলেজ বাড়াতে সাহায্য করবে। এই স্কুটারের মাইলেজ প্রতি লিটারে ৪৫ কিলোমিটার।

এই স্কুটারের দুটো চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। মিলবে ডি জিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। চার্জ দেওয়ার জন্য স্কুটারে মজুত ইউএসবি চার্জিং পোর্ট। হিরো জুম স্কুটারে লাইটিংয়ের কথা যদি বলি তাহলে এটির হেডলাইট, টেল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প সবই এলইডি।

Back to top button
%d bloggers like this: