প্রতিশ্রুতি ভঙ্গ কেজরিওয়ালের! প্রার্থী দেবে না জানিয়েও ১৩টি আসনে মনোনয়ন জমা AAP-এর, তৃণমূলের পথে কাঁটা হওয়ার পদক্ষেপ?

‘কেউ কথা রাখে নি’, এই কথাটা বোধ হয় তৃণমূলের ক্ষেত্রে এখন বশ প্রযোজ্য। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলিই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভোটের ময়দানে লড়াইটা যে বেশ জোরকদমে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই লড়াই থেকে আগে নিজেদের গুটিয়েই নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রার্থী দেবে না তারা। কিন্তু শেষমেশ আর প্রতিশ্রুতি রাখতে পারল না কেজরিওয়ালের। অন্যান্য বিরোধী দলের মতোই তারাও এবার সামিল এই ভোট লড়াইয়ের দৌড়ে।
২০২৪-এর লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে জোট গঠনের দিকে এগোচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। এমন আবহে তাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার অর্থ তৃণমূলের বিপক্ষে যাওয়া। সেই কারণেই পঞ্চায়েত থেকে মুখ ফিরিয়েছিল আপ। এই বিষয়ে বাংলার দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু এক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “আমাদের আসল লড়াই বিজেপির বিরুদ্ধে। তাই আমরা চাই, যে রাজ্যে যে দল শক্তিশালী, তারাই লড়াই করবে। এই নীতির কারণেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না। এই সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব”।
দলের শীর্ষ নেতৃত্বের তরফে এমনটা ঘোষণার পরও মনোনয়ন পর্ব শেষ হতেই দেখা গেল এক অন্য ছবি। মনোনয়ন স্ক্রুটিনির পর জানা গিয়েছে, এবার পঞ্চায়েত নির্বাচনে লড়ছে আপ-ও। হ্যাঁ মনোনয়ন জমা পড়েছে আম আদমি পার্টির তরফে। একটি বা দুটি নয়, ৯টি ১৩টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে আম আদমি পার্টির প্রার্থীর তরফে।
কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠনই এখন বিরোধী দলগুলির লক্ষ্য। এমন আবহে এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে না বলেও মনোনয়ন জমা দেওয়ার বিষয়টা তৃণমূলের সঙ্গে সম্যক সমরে নেমে যাওয়ার মতো অবস্থা হল নাকি আপ-এর?
তবে সূত্রের খবর, এই ১৩ জন আপ প্রার্থী যে মনোনয়ন জমা দিয়েছেন, সে বিষয়ে ঘুণাক্ষরেও টের পায় নি দলের শীর্ষ নেতৃত্ব। আপ-এর মনোনয়ন দেখে রাজ্য নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো হয় কেজরিওয়ালের দলকে। জানানো হয়, তারা বিধি ভঙ্গ করেছে। পঞ্চায়েতে প্রার্থী দেবে না বলেও মনোনয়ন জমা পড়েছে। দিল্লির আপ শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, যেসমস্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন, তাদের আইনি নোটিশ পাঠিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আপ-এর এর পরের পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার।
তবে দলের শীর্ষ নেতৃত্ব যতই তৃণমূলের বিপক্ষে না যাওয়ার বার্তা দিক, এই মনোনয়ন জমা দেওয়া থেকে স্পষ্ট যে কেজরিওয়ালের দলের অন্দরে এমন অনেকেই রয়েছেন যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। আর সেই কারণেই দলের শীর্ষ নেতৃত্বের নিষেধ সত্ত্বেও দেখা মিলল এই মনোনয়নের।