রাজ্য

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে তীর, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, শোরগোল সাহেবগঞ্জে

মাস দুয়েক আগে কোচবিহারের সাহেবগঞ্জ থেকেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই সাহেবগঞ্জেই আক্রমণের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর কনভয়কে লক্ষ্য করে তীর মারার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ, শনিবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের স্ক্রুটিনিকে কেন্দ্র করে সাহেবগঞ্জের বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। সেখানে বিডিও অফিস দখল করে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দাবী, যারা বিডিও অফিস দখল করে রেখেছিল, তারা তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর অনুগামী।

সূত্রের খবর, এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। সেই সময়ই তাঁর কনভয় লক্ষ্য করে তীর মারা হয় বলে অভিযোগ উঠল। এই বিষয়টি নিয়ে বিডিও অফিস চত্বরে মোতায়েন পুলিশকর্মীদের কাছে অভিযোগ জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী। সেই সময় পুলিশের সঙ্গেও একপ্রস্থ বচসা শুরু হয় তাঁর।

সেই তীর দেখিয়ে সংবাদমাধ্যমের সামনে শাসক দল ও পুলিশের উপর ক্ষোভ জারি করেন নিশীথ। বলেন, “উদয়ন গুহর নেতৃত্বে পুলিশ আর বিধায়ক একসঙ্গে মিলে আমাদের মারছে। আমাদের লোককে তির মারছে”। পুলিশের ভূমিকা নিয়েও বেশ ক্ষুব্ধ নিশীথ। পুলিশের সঙ্গে বচসার সময় নিশীথকে বলতে শোনা যায়, “গুলি মারছে, তীর মারছে”।

নিশীথের কনভয় লক্ষ্য করে তীর মারার অভিযোগ ওঠার পরই গাড়ি থেকে নেমে যান তিনি। তাঁকে ঘিরে থাকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই হামলা নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এও অভিযোগ করেন যে উদয়ন গুহর লোকজন বিডিও অফিস দখল করে রেখেছে।

তবে বিজেপির এই অভিযোগ কার্যত নাকোচ করে দিয়েছে ঘাসফুল শিবির। উত্তরবঙ্গের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের কথায়, “এটা নিশীথ প্রামাণিকের সাজানো কথা, মিথ্যা কথা। নিশীথবাবু প্রথম দিন থেকেই বাইরে থেকে লোকজন এনে, অস্ত্রশস্ত্র নিয়ে এলাকা দখল করার চেষ্টা করছেন”।

Back to top button
%d bloggers like this: