প্রযুক্তি

খরচ মাত্র ২৪ টাকা, তাড়াতাড়ি ঘরে তুলুন Samsung-এর এই দুর্দান্ত স্মার্টফোন, অফার কিন্তু সীমিত

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেটা ছাড়া যেন জীবন অচল। এখন একটা ভালো স্মার্টফোন কিনতে গেলে তা ১০,০০০ টাকার নীচে হয়না। একসঙ্গে এতটা টাকা খরচ করে অনেকেই শখ থাকলেও স্মার্টফোন কিনতে পারে না। তবে এবার Samsung-এর একটি স্মার্টফোন এতটাই কম দামে মিলছে, যা শুনে সত্যিই অবাক হতে হয় বৈ কী!

কোন ফোনে মিলছে এমন দুর্দান্ত অফার?

এই মুহূর্তে Galaxy A14 ফোনটি হল Samsung-এর অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। সংস্থার ওয়েবসাইট থেকেই কেনা যেতে পারে এই ফোনটি। এই মুহূর্তে এই ফোনটি কিনলে মিলছে আকর্ষণীয় অফার। এই ফোনটি এই মুহূর্তে মাত্র ২৪ টাকা দিনে খরচ করলেই মিলতে পারে এবার।

কীভাবে এত কম দামে মিলবে Galaxy A14?

Galaxy A14 ফোনটি ভারতে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করে Samsung। এই মডেলগুলি হল ৮জিবি+১২৮জিবি, ৬জিবি+১২৮জিবি ও ৪জিবি+৬৪জিবির স্টোরেজ। Samsung Galaxy A14-র ৪জিবি+৬৪জিবি মডেলেই কেবল মিলবে এই দুর্দান্ত ছাড়। এই স্টোরেজ ভার্সনের দাম ১৮,৪৯৯ টাকা। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে ২,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ফোনের দাম দাঁড়াচ্ছে ১৬,৪৯৯ টাকা।

গ্রাহক যদি চান, তাহলে এই EMI অফারেও কিনতে পারেন। সেই অফারে Samsung Galaxy A14 ফোনটি কেনার জন্য গ্রাহককে প্রতি মাসে ৭২৭.২৫ টাকা খরচ করতে হবে। সেদিক থেকে দেখতে গেলে প্রতিদিন ২৪ টাকা খরচের মাধ্যমে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারেন গ্রাহক।

Galaxy A14 ফোনে কী কী ফিচার্স রয়েছে?

  • সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক একটি অক্টা-কোর প্রসেসর। এর ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ।
  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ও এলইডি ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রেজ়োলিউশন ১০৮০X ২৪০৮ পিক্সেলস।
  • Galaxy A14 ফোন ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে। বেশ বড় ও শক্তিশালী ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি রয়েছে এই ফোনে।
  • Galaxy A14 ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
Back to top button
%d bloggers like this: