২ ঘণ্টা চার্জ দিলেই ছুটবে ১৮৭ কিলোমিটার, মাত্র ৩০,০০০ টাকাতেই ঘরে তুলুন আকর্ষণীয় লুকের দুর্দান্ত ইলেকট্রিক বাইক

মাত্র ১ মিনিট চার্জ দিলেই ছুটবে ১ কিলোমিটার পথ। খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসতে চলেছে দুর্দান্ত ইলেকট্রিক বাইক। এই বাইকে রয়েছে স্মার্টফোনের মতোই ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ২ ঘণ্টাতেই ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায় এই ই-বাইকে। তারপরই অনায়াসে ছুটবে ১৮৭ কিলোমিটার রাস্তা।
দুর্ধর্ষ এই ই-বাইকের নাম Oben Rorr। লুক ও পারফরম্যান্সের দিক থেকে এই Oben Rorr বলে বলে গোল দেবে অ্যাপাচি বা পালসারের মতো বাইকগুলিকে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই এই বাইকের ডেলিভারি শুরু করবে সংস্থা।
ব্যাটারি কেমন এই ই–বাইকের?
ইলেকট্রিক মোটরসাইকেলের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। ০ থেকে ৪০ কিলোমিটার গতি তুলতে মাত্র ৩ সেকেন্ড সময় নেয় এই বাইক। এই বাইকে ৪.৪ কিলোওয়াটের ব্যাটারি রয়েছে। ১৮৭ কিলোমিটারের ফুল চার্জে রেঞ্জ দিতে পারে এই ই-বাইক। ফুল চার্জ করতে সময় লাগবে ২ ঘণ্টা।
এই বাইকে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যা আইপি৬৭ রেটিং প্রাপ্ত। জল ও ধুলো-বালি থেকে ব্যাটারিকে নিরাপদ রাখবে। বাইকে যে ইলেকট্রিক মোটর রয়েছে তা সর্বোচ্চ ১২.৩ ব্রেক হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকে দুই চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে।
আর কী কী ফিচার্স রয়েছে এই ই–বাইকে?
ইলেকট্রিক বাইকের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করা যাবে। এর জন্য রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এর মাধ্যমে জিও-ফেনসিং এবং ড্রাইভার এলার্ট সিস্টেমের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং এলইডি লাইটিং।
কত দাম Oben Rorr-এর?
এই ই-বাইকের দাম রয়্যাল এনফিল্ড হান্টারের থেকেও কম। Oben Rorr এর বাজারমূল্য ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গ্রাহক একসঙ্গে এতগুলো টাকা না দিয়েও চড়তে পারবেন এই ইলেকট্রিক বাইক। Oben Rorr কেনার জন্য ৩০,০০০ টাকা ডাউন পেমেন্ট রয়েছে। এর জন্য প্রতি মাসে ৫,৫০০ টাকা ইএমআই গুনতে হবে গ্রাহককে।
কী বলছে সংস্থা?
বেঙ্গালুরু ভিত্তিক এই সংস্থা জানিয়েছে, তারা বাইকের জন্য ২১ হাজার বুকিং পেয়েছে। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে বাইকের ডেলিভারি। বাজারে Oben Rorr বাইকের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে Hop Oxo, Tork Kratos, ও Revolt RV400।