রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ফের উত্তেজনা, জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বোমা, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে একের পর এক অশান্তি, হিংসার ঘটনা ঘটেই চলেছে। নানান প্রান্ত থেকে বোমাবাজি, বোমা উদ্ধারের খবর মিলছে। একাধিক অভিযোগে অভিযুক্ত শাসক দল। এরই মধ্যে এবার এক বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে। যে বোমাটি ছোঁড়া হয়েছে তা না ফাটার জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমার মালিক। এই ঘটনায় জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজকুমার মালিক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনা প্রসঙ্গে রাজকুমার মালিক জানান, গতকাল, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পথে কয়েকজন অচেনা লোক পিছু নেয় তাঁর। প্রথমে তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে তারা। তারপরই পরপর দুটি বোমা ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা। 

ওই বিজেপি প্রার্থীর দাবী, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন বলেই শাসকদলের দুষ্কৃতীরা তাঁর উপর আক্রমণের চেষ্টা করছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, “ভয় পেয়েই তৃণমূল এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। আর পুলিশ নাকি বলছে ওটা বোনা নয়, সুতুলির দড়ি। আসলে পুলিশ শাসকদলের দলদাস। তাই এসব বলছে”।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন এই বিষয়ে বলেন, “সব মিথ্যা অভিযোগ। বোমাই নয় ওগুলো। সুতুলির দড়ি। জাঙ্গিপাড়ায় বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই এসব মিথ্যা অভিযোগ করছে”।

Back to top button
%d bloggers like this: