প্রযুক্তি

দুর্দান্ত অফার, এবার মাত্র ২৬৪ টাকাতেই পেয়ে যান দারুণ স্মার্টফোন, বড়সড় ছাড় দিচ্ছে POCO

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন। কিন্তু উৎসবের পকেটে টান পড়েছে? কুছ পরোয়া নেহি। এবার খুব কম টাকাতেই অসাধারণ স্মার্টফোন নিয়ে হাজির POCO। নাম POCO C51। কম দাম বলেই কিন্তু এই ফোনে যে কম ফিচার্স রয়েছে, তা একেবারেই নয়। দুর্দান্ত অফার দিচ্ছে POCO। দেরি না করে এখনই কিনে ফেলুন নতুন স্মার্টফোন।  

কী কী ফিচার্স রয়েছে POCO C51 ফোনে?

  • POCO C51 রয়েছে একটি অক্টা-কোর MediaTek Helio G36 SoC প্রসেসর
  • এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে।
  • ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে Poco C51 ফোনে।
  • একটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে এই স্মার্টফোনটিতে।
  • এই ফোনটিতে রয়েছে একটি অ্যাক্সিলোমিটার এবং বায়োমেট্রিক্সের জন্য একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • এই ফোনে মিলবে ৪ জিবি র‍্যাম। ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচারও দেওয়া হয়েছে এই ফোনে।
  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনটিতে যা একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

কীভাবে কম দামে মিলবে POCO C51 ফোন?

এই ফোনটির আসল দাম ১০,৯৯৯ টাকা। তবে POCO C51 ফোনটি Flipkart-এ ৩১ শতাংশ ছাড়ে মিলছে। এই ছাড় স্মার্টফোনের আসল দামেই পাবেন। এটি অনলাইনে ৭,৪৯৯ টাকায় মিলছে। গ্রাহক যদি Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন, তাহলে এই ফোনের দামে মিলবে অতিরিক্ত ১,০০০ টাকার ছাড়।

কী EMI অফার মিলবে এই ফোনে?

এই ফোনটি EMI-তেও কেনা যেতে পারে। এতে আপনাকে একবারে পুরো টাকাটা দিতে হবে না। প্রতিমাসে মাত্র ২৬৪ টাকা দিয়ে শপিং ওয়েবসাইট থেকে এই ফোনটি কিনতে পারবেন। এই ফোন কেনার জন্য প্রতি মাসে মাত্র ২৬৪ টাকা খরচ করতে হবে গ্রাহককে।

Back to top button
%d