জামিনে ছাড়া পেতেই নির্যাতিতাকে প্রকাশ্যে কুপিয়ে খু’ন ধ’র্ষ’ণে অভিযুক্ত যুবকের, তুমুল শোরগোল রাজ্যে

জামিনে ছাড়া পেয়েই নিজের রণমূর্তি দেখাল ধ’র্ষ’ণে অভিযুক্ত যুবক। জেল থেকে বেরিয়েই নির্যাতিতাকে প্রকাশ্যে কুড়ুল দিয়ে কুপিয়ে খু’ন করল অভিযুক্ত যুবক। এই হত্যাকাণ্ডে অভিযুক্তকে সাহায্য করেছে তার ভাই। ঘটনার পর থেকেই পলাতক দু’জনে। এই ঘটনায় রাজ্যের অরাজকতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়। জানা গিয়েছে, বছর তিনেক আগে এক ১৯ বছরের তরুণীকে ধ’র্ষ’ণের অভিযোগ ওঠে পবন নিষাদের বিরুদ্ধে। এই ধ’র্ষ’ণ মামলায় জেল হয় অভিযুক্তের। জানা গিয়েছে, এই মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই নির্যাতিতার পরিবারকে চাপ দিচ্ছিল পবন যাতে সেই মামলা তুলে নেওয়া হয়।
কিন্তু সেকথা শোনেন নি তরুণী। তিনি চেয়েছিলেন যাতে অপরাধীর শাস্তি হয়। জামিনে ছাড়া পাওয়ার পরও পবন ওই তরুণীর বাড়ি গিয়ে হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে। তবে তাতেও আমল দেন নি নির্যাতিতা। সেই কারণেই চরম শাস্তি পেতে হল তাঁকে।
আজ, মঙ্গলবার সকালে প্রকাশ্যে ওই নির্যাতিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খু’ন করে পবন নিষাদ এবং তাঁর ভাই অশোক নিষাদ। পুলিশ সূত্রে খবর, এই অশোক আবার অন্য একটি মামলায় খু’নে অভিযুক্ত। সেও আপাতত জামিনে মুক্ত রয়েছে।
আর এরপরই এদিনের এই হত্যাকাণ্ড। তরুণীকে খু’নের পর থেকেই দুই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। কৌশাম্বীর পুলিশকর্তা ব্রীজেশ শ্রীবাস্তব জানান, পুরনো শত্রুতার জেরেই খু’ন করা হয়েছে তরুণীকে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে তাঁকে। অভিযুক্তদের বিরুদ্ধে খু’নের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।