প্রযুক্তি

মাত্র ৯৯৯ টাকাতেই জোড়া স্মার্টওয়াচ, সঙ্গে দারুণ ফিচার্স ও অত্যন্ত স্টাইলিশ লুক, তাড়াতাড়ি কিনে ফেলুন

দারুণ দুই স্মার্টওয়াচ নিয়ে হাজির pTron। নাম Reflect MaxPro ও Reflect Flash। এই দুই স্মার্টওয়াচই ভারতে তৈরি। দুটি স্মার্টওয়াচেই দারুণ সব ফিচার্স রয়েছে। দুই স্মার্টওয়াচের দামই ১,৫০০ টাকার মধ্যেই। স্মার্টওয়াচে রয়েছে গোলাকার ও টাচ স্ক্রিন। সঙ্গে আরও নানান দুর্দান্ত ফিচার্স।  

কী কী ফিচার্স রয়েছে এই দুই স্মার্টওয়াচে?

  • pTron Reflect MaxPro-এ রয়েছে একটি ২.০৫ ইঞ্চি ২.৫D কার্ভড ডিসপ্লে। আর রিফ্লেক্ট ফ্ল্যাশে রয়েছে ১.৩২ ইঞ্চি ২.৫ কার্ভড ডিসপ্লে।
  • এদের সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০ নিট।
  • দুই স্মার্টওয়াচের রিফ্রেশ রেট ৬০ Hz।
  • MaxPro এর ব্যাটারি স্ট্যান্ডবাই সময় হল ১৫ দিন। এর ব্যাটারি ৩ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়। এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে ৫ দিন পর্যন্ত চলবে।
  • আর Reflect Flash-এর স্ট্যান্ডবাই সময় ১০ দিন।
  • এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, 24×7 স্বাস্থ্য ট্র্যাকিং, স্পোর্টস মোড সহ স্লিপ ট্র্যাকার রয়েছে।
  • রয়েছে ইমারজেন্সি কল, লিঙ্কডইন, টুইটার, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন পাওয়ার অপশনও।

মাত্র ৯৯৯ টাকাতেই জোড়া স্মার্টওয়াচ, সঙ্গে দারুণ ফিচার্স ও অত্যন্ত স্টাইলিশ লুক, তাড়াতাড়ি কিনে ফেলুন 2

কত দাম এই স্মার্টওয়াচের?

ইতিমধ্যেই ভারতে pTron Reflect MaxPro ও Reflect Flash-এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। Reflect MaxPro-এর দাম ৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচ কালো, সোনালী, নীল, রূপালী, গোলাপী এবং সবুজ রঙে কিনতে পারবেন গ্রাহকরা। আর Reflect Flash স্মার্টওয়াচের দাম ১,৩৯৯ টাকা। এই স্মার্টওয়াচে কালো, নীল, সোনালি এবং রূপালী রঙের অপশন রয়েছে।

Back to top button
%d