খেলা

ট্রফির অমর্যাদা! সদ্য জেতা বিশ্বকাপের ট্রফিতেই দু’পা তুলে ছবি মিচেল মার্শের, সমালোচনার মুখে অজি খেলোয়াড়

বিশ্বকাপ জেতার পর ট্রফির সম্মান দিতেই ভুলে গেলেন মিচেল মার্শ। যে ট্রফি একবার হাতে নেওয়ার জন্য গোটা জীবন ক্রিকেটাররা অপেক্ষা করে থাকেন, সেই ট্রফির উপরই দু’পা তুলে ছবি তুললেন তিনি। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। এই ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বিশ্বকাপ জেতার পর দলের উল্লাসের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্যাট কামিন্স। সেই ছবির মধ্যেই একটি ছবিতে দেখা যায়, সদ্য জেতা ট্রফিকে পাদানির মতো ব্যবহার করে, তাতে পা তুলে বসে রয়েছেন মিচেল মার্শ। একটি হাতে পানীয়ের বোতল, আর অন্য হাত মুষ্টি করা। নবাবি মেজাজে দেখা গেল অজি খেলোয়াড়কে।    

বিশ্বকাপ জেতার পর সাধারণত সেই কাপে চু’ম্ব’ন খেতে দেখা যায় খেলোয়াড়দের। কারণ সেই ট্রফির মর্যাদা বা ট্রফির প্রতি আলাদাই ভালোবাসা থাকে সকলের। গত বছর ফুটবল বিশ্বকাপ জেতার পর ট্রফিকে নিয়েই ঘুমোতে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। ট্রফি হাতছাড়াই করতে চান নি তিনি।

কিন্তু এবার বিশ্বকাপ জেতার পর অন্য রূপেই দেখা গেল মিচেল মার্শকে। ট্রফির উপর পা তুলে তিনি কী বোঝাতে চাইলেন যে বিশ্বকাপ জেতা তাদের জন্য খুব সহজলভ্য হয়ে গিয়েছে? পাঁচবার ট্রফি জিতেছে বলেই কী সেই ট্রফির প্রতি আর কোনও আবেগ কাজ করে না অজি খেলোয়াড়দের? এমন ছবি সামনে আসার পর এমনই নানান সমালোচনা শুরু হয়েছে।

ট্রফির অমর্যাদা! সদ্য জেতা বিশ্বকাপের ট্রফিতেই দু’পা তুলে ছবি মিচেল মার্শের, সমালোচনার মুখে অজি খেলোয়াড় 2

তবে মার্শের এই ধরনের আচরণ নতুন কিছু নয়। বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। বলেছিলেন যে ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। প্রথমে ব্যাট করে ৪২০ রান করবেন তারা। আর তারপর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন। ভারতকে হারিয়েছেন তারা, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু যে দল এত ভালো খেলছে, তাদের বিরুদ্ধে এই ধরনের বলা কী আদৌ ঠিক? একদিকে বিশ্বকাপ জিতে যখন কামিন্স, লাবুশেন, স্মিথেরা আবেগে ভাসতে দেখা গিয়েছে, সেখানে মার্শের এমন কর্মকাণ্ড সকলকে বেশ চটিয়েছে।

Back to top button
%d