প্রযুক্তি

৩০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, আনলিমিটেড 5G ডেটা, আনলিমিটেড কলিং, সঙ্গে ওটিটি সাবস্ক্রিপশন, দারুণ চমক Jio-র

দুর্ধর্ষ দুটি পোস্টপেড প্ল্যান আনতে চলেছে জিও। এর আগে এই প্ল্যানের ৩০ দিনের একটি ট্রায়াল অফার করছে এই সংস্থা নিজেদের গ্রাহকদের জন্য। ৩৯৯ ও ৬৯৯-র নতুন পোস্টপেড প্ল্যান আনছে জিও। এই প্ল্যান দুটির যে কোনও একটি ব্যবহার করলে পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও মিলবে অ্যাড-অন কানেকশন, এমনটাই জানিয়েছে সংস্থা।

যারা Jio-র মোবাইল পোস্টপেড কানেকশন ব্যবহার করতে চান, তাদের জন্য এই দুই প্ল্যান একেবারে পারফেক্ট। ৩০ দিনের ট্রায়াল পিরিয়ডের পরই গ্রাহকরা সিদ্ধান্ত নিতে পারবেন যে পোস্টপেড সার্ভিসের এই দুই প্ল্যান তারা ব্যবহার করবেন কী না।

Reliance Jio ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যান

Jio-র ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে ৭৫ জিবি ডেটা অফার করা হয় গ্রাহকদের। এই ডেটা শেষ হওয়ার পর আপনাকে প্রতি ১ জিবি ডেটার জন্য ১০ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানটিতে আপনি সর্বাধিক তিনটি পর্যন্ত অ্যাড-অন কানেকশন পাবেন। সেই প্রত্যেকটা সিমে প্রতি মাসে আপনি ৫ জিবি ডেটা মিলবে।

তাছাড়া এই প্ল্যানে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টা করে এসএমএস। তবে মনে রাখতে হবে, প্রত্যেকটা অতিরিক্ত সিমের জন্য প্রতি মাসে ৯৯ টাকা খরচ করতে হবে গ্রাহককে।

যারা এই প্ল্যান ব্যবহার করবেন, তারা ৫জি আনলিমিটেড ডেটা তো পাবেনই, সেই সঙ্গে আবার JioCinema, JioCloud এবং JioTV-র সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

Reliance Jio ৬৯৯ টাকার পোস্টপেড প্ল্যান

জিও-র এই ৬৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে মিলবে প্রতি মাসে ১০০ জিবি ডেটা। ৩৯৯ টাকার প্ল্যানের মতোই এটিতেও প্রতি জিবি ডেটার জন্য ১০ টাকা খরচ করতে হবে। এই Jio প্ল্যানে আপনার জন্য থাকছে তিনটি পারিবারিক সিম, সেই প্রত্যেকটা সিমে আপনি পেয়ে যাবেন ৫ জিবিডেটা।

Jio-র কাছ থেকে নেওয়া প্রত্যেকটা নতুন সিমের জন্য আপনাকে প্রতি মাসে ১০০ টাকা করে খরচ করতে হবে। তবে ভয়েস কলিং আপনাকে ফ্রি-তে আনলিমিটেড অফার করা হবে। পাশাপাশি মিলবে প্রতিদিন ১০০টা করে ফ্রি এসএমএসও। এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটার অফার পাবেন ব্যবহারকারীরা।

অতিরিক্ত সুবিধার দিক থেকে রয়েছে Netflix, Amazon Prime, JioTV, JioCinema এবং JioCloud এর ফ্রি সাবস্ক্রিপশন। বেসিক সাবস্ক্রিপশন হিসেবে এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বান্ডলড্ হিসেবে অফার করা হচ্ছে। অন্য দিকে এক বছরের জন্য অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো সাবস্ক্রিপশনের অফারও পেয়ে যাবেন রিলায়েন্স জিও ব্যবহারকারীরা।

Back to top button
%d bloggers like this: