পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ, কিন্তু তাও বিনামূল্যে পাবেন Netflix সাবস্ক্রিপশন, ফলো করুন এই ছোট্ট ট্রিক

অন্যান্য দেশের মতোই ভারতেও Netflix-র পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হয়েছে। এবার থেকে একটি পরিবারের মধ্যেই শেয়ার করা যাবে পাসওয়ার্ড। অর্থাৎ যারা বন্ধুদের সঙ্গে পার্টনারশিপে এই সাবস্ক্রিপশন নিতেন, তারা পড়েছেন বড় বিপাকে। Netflix-এ বাড়তি সদস্য যোগ করতে গেলে দিতে হবে বাড়তি টাকা।
তবে এই একটা ট্রিক যদি আপনি ফলো করেন, তাহলে বিনামূল্যেই পেয়ে যাবেন Netflix-র সাবস্ক্রিপশন। নানান টেলিকম সংস্থা যেমন জিও বা এয়ারটেল তাদের নানান রিচার্জ প্ল্যানের সঙ্গে নানান ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফ্রি-তে দিয়ে থাকে। এর ফলে একদিকে যেমন আপনার ফোনের রিচার্জও হয়ে যাবে, তেমনই আবার সঙ্গে পেয়ে যাবেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সাবস্কিপশনও।
দেখে নেওয়া যাক, কোন সেই রিচার্জ প্ল্যানগুলি কী কী যার সঙ্গে বিনামূল্যে মিলবে Netflix-র সাবস্ক্রিপশন-
জিও ৬৯৯ টাকা: এটি একটি পোস্টপেইড প্ল্যান যার দাম ৬৯৯ টাকা। উক্ত প্ল্যানের অধীনে পরিবারের জন্য ৩টি সিম, ১০০ জিবি ডেটা (প্রতি সিমে অতিরিক্ত ৫ জিবি ডেটা), আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং সম্পূর্ণ ফ্রি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিও টিভি, জিও সিনেমা সাবস্ক্রিপশন ইত্যাদি সুবিধা রয়েছে।
এয়ারটেল ১১৯৯ টাকা: এয়ারটেলের দারুণ একটি পোস্টপেইড প্ল্যান এটি। যার দাম ১১৯৯ টাকা। এই প্ল্যানের মধ্যে রয়েছে ১৫০ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল। জিওকে টেক্কা দিতে এয়ারটেল এই রিচার্জ প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার ইত্যাদি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অফার করেছে।
জিও ১৪৯৯ টাকা: এটিও একটি পোস্টপেইড প্ল্যান যার জন্য খরচ করতে হবে ১৪৯৯ টাকা। যেখানে সুবিধা রয়েছে ৩০০ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি SMS এবং আনলিমিটেড ভয়েস কল। ৬৯৯ টাকা এবং এই প্ল্যান উভয়েই মিলবে ৫জি সুবিধা। আপনার কাছে যদি জিও ফাইবার কানেকশন থাকে তাহলে নেটফ্লিক্স সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা পাবেন।
এয়ারটেল ১৪৯৯ টাকা: আরও সুবিধা পেতে গ্রাহকেরা এয়ারটেলের ১৪৯৯ টাকা মূল্যের এই পোস্টপেইড প্ল্যানটি বাচতে পারেন। যেখানে থাকছে ২০০ জিবি হাই স্পিড ডেটা, দৈনিক ১০০টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং। এর সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।