মিড রেঞ্জের ফোন খুঁজছেন? একবার চোখ বোলাতে পারেন এই ফোনগুলিতে, মিলবে দুর্দান্ত ব্যাটারি সঙ্গে অনবদ্য ক্যামেরা

বর্তমান যুগে স্মার্টফোন এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস হয়ে পড়েছে। অনেকেই মিড রেঞ্জের মধ্যে স্মার্টফোন খোঁজেন। এমন ফোনের কিন্তু বাজারে অভাব নেই। মিড রেঞ্জের ফোনের মধ্যেও মেলে দারুণ ক্যামেরা ও অনবদ্য ব্যাটারি। পুজোর আগে যদি এমনই কিছু ফোন আপনি ঘরে তুলতে চান, তাহলে অবশ্যই এই ফোনগুলিতে একবার চোখ বোলানোই যায়।
Samsung Galaxy F34
সদ্যই লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। এই ফোনের দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে। Galaxy F34-এ রয়েছে ৬.৪৬ ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, Exynos ১২৮০ প্রসেসর, ৬০০০ মেগাহার্টজ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য ফোনে ২ মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
OnePlus Nord CE 3 Lite
স্মার্টফোনটিতে একটি বড় ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যাতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটি Qualcomm Snapdragon ৬৯৫ চিপসেট, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে। প্যাস্টেল এবং কালো রঙে মিলবে এই মোবাইলটি।
Infinix GT 10 Pro
কোম্পানি সম্প্রতি এই ফোনটি লঞ্চ করেছে, যা দেখতে অনেকটা Nothing Phone-এর মতো। এর দাম ১৯,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটিতে মিলবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও কোম্পানি ফটোগ্রাফির জন্য MediaTek Dimensity 8050 প্রসেসর এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Infinix GT 10 Pro তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং দু’টি ২ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।
iQOO Z7
স্মার্টফোনটির দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, Mediatek Dimensity ৯২০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ জিবি র্যাম সাপোর্ট সহ ৬.৩৮ ইঞ্চি FHD Plus ডিসপ্লে রয়েছে।