শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০ জন পুণ্যার্থী

আজ রাত ১২টা নাগাদ কোচবিহারের মেখলিগঞ্জ থানার অন্তর্গত ধরলা সেতুতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। শিবের মাথায় জল ঢালতে গিয়ে প্রাণ হারালেন ১০ জন, আহত ১৬ জনের বেশি।
জানা গেছে, জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দির পিক আপ ভ্যানে যাচ্ছিলেন বেশ কয়েকজন। সেই সময় শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হ’ল ১০ জন পুণ্যার্থীর। মৃতরা প্রত্যেকেই শীতলকুচির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, শীতলকুচি থেকে পুণ্যার্থীদের মোট ২৭ জনের একটি দল পিক আপ ভ্যানে চেপে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন। শ্রাবণ মাস উপলক্ষে সোমবার শিবের মাথায় জল ঢালবেন। রাত ১২টা নাগাদ চ্যাংড়াবান্ধায় ধরলা সেতুর কাছে পৌঁছতেই পিক আপ ভ্যানে শর্ট সার্কিট হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, জেনারেটর চালিয়ে গাড়িতে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। সেই জেনারেটরের তারেই বিদ্যুৎস্পৃষ্ট হন যাত্রীরা। পলাতক পিক আপ ভ্যানের চালক।
আহতদের প্রথমে চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তাররা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন।