রাস্তার পাশের শৌচালয়ে লোকানো ছিল বোমা, সকাল সকাল বোমা বিস্ফোরণে প্রাণ গেল এক নাবালকের, তুমুল চাঞ্চল্য বনগাঁয়

রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম করতে গিয়ে ঘটে গেল বড় বিপত্তি। শৌচালয়ে লোকানো ছিল বোমা। সেই বোমা ফেটে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক বছর ১৫-এর নাবালকের। কে বা কারা শৌচালয়ে এমন বোমা লুকিয়ে রাখল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে।
সূত্রের খবর, নিহত ওই নাবালকের নাম রাজু রায়। এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করত সে। রাজুর বাবার নাম প্রশান্ত রায়। তিনি জানিয়েছেন, আজ, সোমবার সকালে রাস্তার পাশে শৌচালয়ে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল তাঁর ছেলে।
এই সময়ই ঘটে যায় বড় বিপত্তি। তিনি জানাচ্ছেন, আচমকাই সকলে এক বিকট শব্দ শুনতে পান। তা শুনে স্থানীয়রা দৌড়ে যান ঘটনাস্থলে। দেখেন যে ওই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় বনগাঁ পুলিশে। নাবালকের দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীরা জানিয়েছেন, দিনদিন ওই এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ ক্রমেই বাড়ছে। স্থানীয় প্রশাসনের সেসবের দিকে কোনও ভ্রুক্ষেপই নেই।
স্থানীয় বাসিন্দাদের কথায়, এমন ঘটনার জেরে প্রাণ গেল ওই নাবালকের। তবে শৌচালয়ে কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। মৃতের পরিবারের দাবী, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়।