রাজ্য

‘জগন্নাথ সরকারকে আর ভোটের টিকিট দেবে না বিজেপি’, ভবিষ্যৎবাণী অভিষেকের, ‘পাগলে আমার দল চালায় না’, পাল্টা কটাক্ষ জগন্নাথের

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে অপরকে শানাচ্ছে শাসক-বিরোধী উভয়ই। এমন আবহে গতকাল, শনিবার রাণাঘাটে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এদিন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে (Jagannath Sarkar) তোপ দাগেন তিনি। বলেন, “লিখে রাখুন এই জগন্নাথ সরকারকে বিজেপি (BJP) আর টিকিট দেবে না”। এর পাল্টা দিয়ে জগন্নাথ বলেন, “ ভয় পেয়েছে তৃণমূল (TMC), তাই নদিয়ায় বারবার আসছে দলের শীর্ষ নেতারা”।

এদিনের সভায় অভিষেক দাবী করেন যে বিজেপি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী নির্বাচনগুলিতেও এমনই ছবি দেখা যাবে বলে দাবী তাঁর। তৃণমূল সাধারণ সম্পাদকের কথায়, জগন্নাথ সরকারের জায়গায় অন্য নতুন মুখ এনে বিজেপি ফাঁদ পাতার চেষ্টা করবে। সেই ফাঁদে যাতে কেউ পা না দেন, সেই নিয়ে রাণাঘাটবাসীকে সতর্ক করে দেন অভিষেক।

এদিন তিনি বলেন, “লিখে রাখুন এই জগন্নাথ সরকারকে বিজেপি আর টিকিট দেবে না। আমি ভবিষ্যতবাণী করে যাচ্ছি। এখন নতুন কাউকে একটা টিকিট দিয়ে আপনার সামনে দাঁড় করাবে। বলবে একে ভোট দেওয়া মানে মোদীকে ভোট দেওয়া। মোদীকে ভোট দেওয়া মানে সিএএ হবে। এই ফাঁদে আপনারা পড়বেন না। চোখে দেখতে পাবেন ভোট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করবেন, করেছেন। চোখে দেখেছেন, ভোট দিন। চোখে দেখতে না পেলে ভোট দেবেন না। কানে শুনে ভোট দেবেন না। জোট বেঁধে কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে জোড়াফুলে ভোট দিন”।

অভিষেকের এহেন মন্তব্যের পাল্টা দেন জগন্নাথ সরকার। তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমার দল তো পাগলে চালায় না, বুদ্ধিমান লোকেরা চালায়। পাবলিক আমাকে ভালবেসে জিতিয়েছে। বড় ব্যবধানে জিতেছি। দলমত নির্বিশেষে জিতেছি। এটা একটা ইতিহাস। তাই আমার দল টিকিট দেবে কী না দেবে সেটা আমার দল বুঝবে। আমি দলের অনুগত সৈনিক”।

বিজেপি নেতার দাবী তৃণমূল নদিয়া দক্ষিণকে পাখির চোখ করেছে। সেই কারণেই দলের শীর্ষ নেতারা এখানে আসছেন। জগন্নাথের কথায়, “নদিয়া দক্ষিণ দখলের জন্য ওরা বারেবারে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৪ ঘণ্টার প্রোগ্রাম ৪০ মিনিটে শেষ করে পালিয়েছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। ওরা ভয় পেয়েছে বলে বারেবারে আসছে। কিন্তু, পঞ্চায়েতে আমরা এখানে তৃণমূলকে নির্মূল করে ছাড়ব”।

Back to top button
%d