রাজ্য

‘কংগ্রেস আসলে বিজেপির বি-টিম, বিজেপি শুধুমাত্র তৃণমূলকেই ভয় পায়’, কটাক্ষ অভিষেকের, পাল্টা জবাব দিলেন দিলীপও

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য নানান জেলায় জেলায় সভা করছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নানান সভা থেকে বারবার বিরোধীদের নানান ইস্যু নিয়ে বিঁধছেন তিনি। গতকাল, রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কর্মসূচি ছিল অভিষেকের। এদিন এই সভা থেকে বিজেপি ও কংগ্রেসকে একযোগে তোপ দাগেন তিনি। তাঁর মন্তব্যের পাল্টা দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

এদিনের এই সভা থেকে কংগ্রেসকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনি আপনার অধিকার পাওয়ার জন্য ভোট দিন, বাংলার বকেয়া পাওয়ার জন্য ভোট দিন। বিজেপির বি-টিম কংগ্রেসকে যোগ্য জবাব দিন”।

এর পাশাপাশি এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলায় দাঁড়িয়ে তাঁকে প্রশ্নের মুখে ফেলে দেন অভিষেক। বলেন, “১০০ দিনের টাকা কেন বাংলা পাচ্ছে না তা নিয়ে অধীর চৌধুরী একবারও সরব হননি। বিজেপি একটা দলকেই ভয় পায়, তা হল তৃণমূল”।

অভিষেকের কথায়, “অমিত শাহকে কখনও দেখেছেন অধীর চৌধুরীকে আক্রমণ করছেন? কোনওদিন করবেন না। অধীর চৌধুরীর দাদার নাম অমিত শাহ। বিজেপি ওদের বি-টিম কংগ্রেসকে লাগিয়ে রেখেছে। বিজেপি-কংগ্রেস সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। বুঝুন তলায় তলায় কার সঙ্গে কার সেটিং”।

অভিষেকের এই মন্তব্যের পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। এদিন কেষ্টপুর গৌরাঙ্গনগরে এক অনুষ্ঠানে গিয়ে বিজেপি নেতা বলেন, “আমাদের কোনও বি-টিম, সি-টিম নেই। একটাই টিম আর সেটা দিয়েই হারাব”।

এদিন কংগ্রেসের পাশাপাশি বিজেপিকেও ফের একবার তুলোধোনা করেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি একমাত্র তৃণমূলকেই ভয় পায়। এদিন ফের একবার দিল্লি গিয়ে অধিকার ছিনিয়ে আনার কথা বলেন অভিষেক। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য তিনি দিল্লি যাবেন আর সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে আনবেন।

Back to top button
%d bloggers like this: