‘বাংলায় তৃণমূল ছাড়া আর কারোর পতাকা থাকবে না’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিধায়কের ‘চড়াম চড়াম’ মন্তব্যে ছড়াল বিতর্ক

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের যে দেরি নেই, তা বেশ স্পষ্ট, আর এই কারণেই কোমর বেঁধে ভোটের লড়াইয়ে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। নিজেদের মতো করেই চলছে ভোটের প্রস্তুতি। আর এমন আবহে একে অপরকে বাক্যবাণে শানাতে কসুর করছেন শাসক-বিরোধী উভয় নেতাই। এবার ফের এক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক অরূপ ধারা।
গতকাল, সোমবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কৃষ্ণপুর গ্রামে একটি দলীয় কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেই সভাতেই এদিন বক্তব্য রাখেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ ধারা। তিনি বলেন, “আগামী দিনে তৃণমূল ছাড়া এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, কোনও কর্মী থাকবেন না। শুধু থাকবে তৃণমূল”। আগামীদিনে এই এলাকায় বিরোধীদের কোনও পতাকা থাকবে না বলে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। তাঁর এই মন্তব্য নিয়ে বেশ রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
তৃণমূল নেতার এই মন্তব্যকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতা সুকান্ত দোলুই বলেন, “তৃণমূল কংগ্রেস আসলে গণতন্ত্রে বিশ্বাসী নয়। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে মনোয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগের ঘটনার পুনরাবৃত্তির প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে”।
তৃণমূল বিধায়কের মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা গুরুপদ দত্ত বলেন, “এটা দাম্ভিকতার আস্ফালন। বক্তার উদ্দেশে বলার আছে, বিবর্তনবাদের ইতিহাসে সামন্ততন্ত্র মুছেছে। প্রতিনিয়ন পরিবর্তন হচ্ছে। পুলিশকে সঙ্গে নিয়ে ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখছে”।