BREAKING: একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?

বিজেপির নির্বাচনী সদর দপ্তর হেস্টিংসে উপস্থিত হয়ে এইমাত্র গেরুয়া শিবিরের নাম লেখালেন অভিনেতা বনি সেনগুপ্ত। তার সঙ্গে যোগ দিলেন এক ঝাঁক তৃণমূল বিধায়ক। ফলে ভোটের মুখে রাজনীতির সমীকরণ যে একেবারে উলটপালট হয়ে গেল একথা বলাই বাহুল্য।
আরও পড়ুন – দিলীপ ঘোষ নয়, এই তারকাকে খড়গপুরে প্রার্থী করল বিজেপি!
বনির মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলে যোগদান করেছেন কিছুদিন আগে এবং কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন কৌশানী। এবার বনি বিজেপিতে যোগদান করায় প্রেমিক-প্রেমিকার মধ্যে লড়াই অব্যাহত বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আরও পড়ুন – যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে?
বনি ছাড়াও এইমাত্র দিলীপ ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে তেহট্টর প্রবীণ বিধায়ক গৌরীশঙ্কর দত্ত বিজেপিতে যোগ দিলেন। এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদাও আজ গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন। ফলে ভোটের লড়াই এখন হাড্ডাহাড্ডি।