
যদিও রাজনৈতিক কোনও ব্যাপার নেই, তবে এর মধ্যে রাজনীতি রয়েছে। মঙ্গলবার একই ফ্রেমে দেখা গেল মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও যিশু সেনগুপ্তকে। এই ছবি দেখেই এবার জল্পনা বেড়েছে রাজ্য রাজনীতিতে যে, এবার কী তবে যিশুও বিজেপিতে যোগ দিচ্ছেন।
গত ৭ই মার্চ রবিবার, ব্রিগেডে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। মঞ্চে তিনি বক্তৃতাও দেন যে এই দিনটা স্বপ্নের মতো। এমনকি, এদিন মঞ্চে দাঁড়িয়েও তাঁর পুরনো সংলাপই উচ্চারণ করলেন তিনি, বলেন, “আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি”।
আরও পড়ুন- ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি
এছাড়া রুদ্রনীলও কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেন। দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। যেভাবে এখন রাজনীতিতে নানান তারকার সমাগম ঘটছে, তাতে যিশু জদ বিজেপিতে যোগ দেন, তাহলে অবাক হওয়ার কিছুই নেই।
এদিন এই ছবি পোস্ট করে রুদ্রনীল ক্যাপশন দিয়েছেন ‘আড্ডা যখন অন্যরকম’। তবে এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে “আড্ডাটি রাজনৈতিক নয়, তবে তাতে রাজনীতি রয়েছে। তিনজন শিল্পী যদি বসে আড্ডা মারেন, তাহলে তো রাজনীতি থাকতেই পারে”।
আড্ডা যখন অন্যরকম❤️
#MithunChakraborty #JishuPosted by Rudranil Ghosh on Tuesday, 9 March 2021
আরও পড়ুন- ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায়
রুদ্রনীলের কথায়, “বর্তমান বাংলার পরিস্থিতি, সেখানে বিভিন্ন অন্যায় এবং সে বিষয়ে সরকারের উদাসীনতা নিয়ে কথা হয়েছে”। যীশুর বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন যে যিশু কী করবে সেটা ওঁর সিদ্ধান্ত। তিনি বা মিঠুনদা তাঁকে বিজেপিতে যোগ করানোর কেউ নন। তবে এই বিষয়ে যিশু সেনগুপ্তের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।