রাজ্য

ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ, বসতে দেওয়া হচ্ছে না এজেন্টদের! ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

আজ থেকে বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌৮ দফা নির্বাচনের আজ প্রথম দফা। এর মধ্যেই কমিশনের দ্বারস্থ‌‌ও হয়ে পড়ল তৃণমূল। বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ কমিশনে গিয়ে এমনই নালিশ জানালেন শাসকদলের নেতারা।

আরও পড়ুন –‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!

প্রসঙ্গত, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনরা। সেখানেই তাঁরা দাবি করেন, পোলিং এজেন্ট নিয়ে কমিশনের যে নয়া নিয়ম, তা বদল করতে হবে। এদিন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, “বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। বহিরাগতরা অবাধে ঢুকে পড়ছে।”  এক‌ইসঙ্গে তাঁদের অভিযোগ ১৫টি কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ।”

আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা

উল্লেখ্য, আজ  প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই চলছে ভোট।  এরই মধ্যে জঙ্গলমহলের চার জেলার তেইশটি আসনে ভোটগ্রহণ চলছে। পূর্ব মেদিনীপুরের সাতটি আসনে হচ্ছে ভোটগ্রহণ।

Back to top button
%d bloggers like this: