‘দিদির দাদাগিরির বিরুদ্ধে সমানে লড়ে যাচ্ছেন’, সিউড়ির মঞ্চ থেকে শুভেন্দুকে সাধুবাদ জানালেন শাহ

তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বঙ্গ বিজেপির (bengal BJP) প্রধান মুখ কে? শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদার (Sukanta Majundar) নাকি দিলীপ ঘোষ (Dilip Ghosh)? এ নিয়ে তর্ক-বিতর্কের অন্ত নেই দলের অন্দরেই। আর এই মধ্যে এবার শুভেন্দুকে এক বড়সড় সার্টিফিকেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আজ, শুক্রবার বীরভূমের সিউড়িতে সভা করেন অমিত শাহ। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে শানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। বলেন, “দিদির দাদাগিরির বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়ছেন বাংলার বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের চুরি, দুর্নীতিকে জনসমক্ষে বেআব্রু করে দিচ্ছেন প্রতিদিন”।
বলাই বাহুল্য, রাজ্যের নানান দুর্নীতি, নানান ইস্যু নিয়ে বরাবর রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ অফিসারদের নাম, কে কার কাছে কী পৌঁছে দিচ্ছে, সব খবরই যেন তাঁর নখদর্পণে। নানান সময় এমন এমন মন্তব্য তিনি করেন যেন মনে হয় সরকারের ঘরের সব কথা তাঁর আগে থেকেই জানা। শুভেন্দু যদিও নিজেও দাবী করেন যে সরকারের ঘরে কী কথা হচ্ছে না হচ্ছে, সে খবর তিনি তৎক্ষণাৎ পেয়ে যান।
এবার তাঁরই সেই ভূমিকাকে সাধুবাদ জানিয়ে শাহ বলেন, “বাংলার বিজেপির লড়াইয়ের জন্যই আজকে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি জেলের ভিতরে রয়েছেন”।
তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ধাঁচ আদতে কেমন হবে, তা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে বেশ দ্বন্দ্ব রয়েছে। একদিকে শুভেন্দুদের কথায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেভাবে কাজ করছেন না। কিন্তু আবার দিলীপ ঘোষের মতে, রাজ্যপাল যা করেছেন যথেষ্ট। শুভেন্দুরা যেমন রাজভবনে গিয়ে নালিশ করেন, সেই বিষয়ে মোটেই বিশ্বাসী দিলীপ তেমন নন। দিলীপবাবুর মতে, যতক্ষণ না রাস্তার লড়াই জোরদার হবে, এজেন্সি, দিল্লি, রাজভবন, এসব কোনও কিছু দিয়েই কোনও লাভ হবে না।