রাজ্য

‘২০২৫ সালেই ফুসসস হয়ে যাবে মমতা সরকার, লোকসভায় বাংলা থেকে ৩৫টি আসন পাবে বিজেপি’, সিউড়ির সভায় আগ্রাসী ভূমিকায় শাহ

আজ, শুক্রবার বীরভূমের সিউড়িতে (Suri) হাইভোল্টেজ সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বাংলা থেকে টার্গেট বেঁধে দেন তিনি। আগামী লোকসভায় ফের নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রধানমন্ত্রী করার ডাক দেন শাহ। তাঁর কথায়, বিজেপি যদি আগামী লোকসভা নির্বাচনে ৩৫টি আসন পায়, তাহলে ২০২৫ সালেই মমতা সরকার পড়ে যাবে।

বিজেপির তরফে আগেই জানানো হয়েছে যে লোকসভা নির্বাচনে তাদের মুখ নরেন্দ্র মোদীই। এদিন শাহ দাবী করেন যে ২০২৪ সালেও গেরুয়া শিবির ৩০০-এরও বেশি আসনে জিতবে। এদিন মোদীকে আরও একবার প্রধানমন্ত্রীর করার ডাক দিয়ে শাহ বলেন, “দেশকে সুরক্ষিত এবং সমৃদ্ধ করতে হলে ফের মোদিজিকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বাংলা থেকে পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করতে হলে বিজেপিকে ৩৫টি আসন দিন”।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা থেকে ৭৭টি আসন পাইয়ে দিয়ে আপনারা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। এবার যেটুকু কাজ বাকি আছে সেটা বাংলা থেকে ৩৫ আসন পাইয়ে দিয়ে সম্পূর্ণ করুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি ৩৫ আসন বিজেপি পায়, তাহলে ২০২৫ সালের মধ্যে মমতার সরকার পড়ে যাবে। আমি তো বলব ২০২৫ সাল পর্যন্তও টিকবে না”। ৩৫টি আসনের টার্গেট যে বঙ্গ বিজেপির পক্ষে বেশ কঠিন, তা বলাই বাহুল্য। তবে এদিন শাহী আহ্বানে উজ্জীবিত হয়ে বঙ্গ বিজেপির নেতারা নতুন কোনও খেল দেখাতে পারেন কী না, এখন সেটাই দেখার।

কেন্দ্রীয় এজেন্সির আগ্রাসী মনোভাব নিয়ে রোজ মোদী-শাহ্‌’কে তুলোধোনা করে তৃণমূল। এদিন সিউড়ির সভা থেকে অমিত শাহও যেন ঠারে ঠারে এটাই বোঝাতে চাইলেন যে যতই তৃণমূল তাদের আক্রমণ করে যাক না কেন, তদন্ত তদন্তের মতোই চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “পিসি-ভাইপো শুনে রাখুন, আপনারা যা ইচ্ছে করে নিতে পারেন। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই থামবে না”।

শুধু তাই-ই নয়, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকে ‘হিটলারি শাসন’ বলেও এদিন উল্লেখ করেন শাহ। বলেন, “বাউলের জেলা বীরভূমকে বোমাবন্দুকের জেলায় পরিণত করেছে তৃণমূল। আর যিনি গরু পাচারের জন্য গরাদের পিছনে রয়েছেন তাঁকে এখনও এই জেলার সভাপতি করে রেখে দিয়েছেন”।

যদিও শাহ্‌’র টার্গেট আসন প্রসঙ্গকে একেবারেই খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, “২০২১ সালেও বাংলা থেকে উনি ২০০ আসন পাওয়ার দাবি করেছিলেন, তারপর কী হয়েছে সবাই জানে”।

কুণালের পালটা প্রশ্ন, “উনি বলছেন, ২০২৫ সালের মধ্যে সরকার পড়ে যাবে, তাহলে কি সরকারের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হচ্ছে”?

Back to top button
%d bloggers like this: