রাজ্য

Amit Shah in Bengal: ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’, সাগরের জল মাথায় ছুঁইয়ে কপিল মুনির আশ্রমে পুজো শাহ্’র

ভারত সেবাশ্রমে স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ ২৪ পরগণার সফর শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ভারত সেবাশ্রমে অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে পুজো, আরতিতে অংশ নেন শাহ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, তথাগত রায়। এরপর সেখান থেকে যান গঙ্গাসাগরে।

এদিন গঙ্গাসাগরে গিয়ে দুঃখপ্রকাশ করে শাহ বলেন যে গঙ্গোত্রী থেকে নমামী গঙ্গে প্রকল্পে পবিত্র গঙ্গাকে দূষণ মুক্ত করার চেষ্টা করা হলেও বাংলায় এসে সেই প্রকল্প থমকে যায়। তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় এলে সেই প্রকল্প সম্পূর্ণতা পাবে। মানুষ নির্মল জলের আস্বাদ পাবে, সেই সঙ্গে হবে কর্মসংস্থান।

আরও পড়ুন- আজ নামখানায় মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন শাহ, কী কী পড়বে শাহ্’র পাতে? 

এদিন গঙ্গাসাগরে পৌঁছে বেশ খানিকটা সময় সাগর পাড়ে সময় কাটান শাহ। সাগরের জলে হাত ছুঁইয়ে যান কপিল মুনির আশ্রমে। সেখানে ভারতীয় দর্শনের আদি মুনির অর্চনা করেন তিনি। মন্দিরের পুরোহিত তাঁর হাতে একটি লাল বস্ত্র তুলে দেন।

মন্দিরে পুজো দিয়ে বেড়িয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হাজার হাজার বছর ধরে গঙ্গাসাগরে মকরসংক্রান্তির মেলা বসে। কিন্তু এখানকার চেহারা দেখে কষ্ট হয়। বিজেপি এলে এই মেলাকে আন্তর্জাতিক পর্যটন হিসাবে গড়ে তুলবে। গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্র হবে গঙ্গাসাগর”।

আরও পড়ুন- WB Election 2021: বালিগঞ্জের ভারত সেবাশ্রমে আরতি অমিত শাহ্’র, উঠল ‘মাননীয় অমিত শাহজি কী জয়’ ধ্বনি

এদিন গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে করে নামখানায় উড়ে যান শাহ। সেখানে ইন্দিরা ময়দানে রয়েছে তাঁর জনসভা। তারপর সেখান থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন তিনি।

Back to top button
%d