BREAKING: অভিমানে তৃণমূল পার্টি অফিস ভেঙে আগুন লাগালেন আরাবুল, দক্ষযজ্ঞ ভাঙড়ে!

কিছুক্ষণ আগে দুঃখ ভরা পোস্ট দিয়েছিলেন, “দলে আমার প্রয়োজন ফুরালো”। এখন জানা যাচ্ছে, ক্ষোভে রাগে ফেটে পড়ে নিজের এলাকার পার্টি অফিস ভাঙচুর শুরু করেছেন ভাঙ্গড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এমনকি পার্টি অফিসে ধরিয়ে দিয়েছেন আগুন!
আরও পড়ুন – ‘দুর্নীতি করিনি, তাও বাদ দেওয়া হল’, নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস
হঠাৎ রাগের এই বহিঃপ্রকাশ কেন? ঘন্টা তিনেক আগে তৃণমূল থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। এবারে হয়তো নিজের নাম এই তালিকায় দেখা যাবে বলে আশা করেছিলেন আরাবুল। কিন্তু সে গুড়ে বালি। এবারের তালিকাতেও ঠাঁই হলোনা আরাবুলের। তাই রাগে-দুঃখে ফেসবুক পোস্ট এবং পরে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পার্টি অফিস ভেঙে আগুন লাগানোর মত কার্যকলাপ।
আরও পড়ুন – বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে
তার অনুগামীর ও যথেষ্ট ক্ষুব্ধ গোটা ঘটনায়। দু’বছর আগে বর্তমান সাংসদ মিমি চক্রবর্তীকে ওই এলাকা থেকে জিতিয়ে আনার গুরু দায়িত্ব পালন করেছিলেন আরাবুল ও তার অনুগামীরা। তাই ভেবেছিলেন এই বছরের বিধানসভা নির্বাচনে হয়তো শিকে ছিঁড়তে পারে আরাবুলের। কিন্তু মমতা আরাবুলকে এইবারেও ব্রাত্য করলেন যাতে অত্যন্ত ক্ষুব্ধ এই বিতর্কিত তৃণমূল নেতা। গোটা ঘটনায় এখনো শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ভাঙড়ে এবার যে খেলা হতে চলেছে তা আজকের ঘটনায় স্পষ্ট।