রাজ্য

‘ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা-গয়না সব পার্থরই’, অবশেষে ইডি-র জেরায় সত্যিটা স্বীকার করলেন অর্পিতা

নিয়োগ দুর্নীতি নিয়ে এখন রাজ্য উত্তাল। এসবের মধ্যে ইডি-র হাতে এল এক চাঞ্চল্যকর তথ্য। গত বছর জুলাই মাসের শেষের দিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এবার সেই মামলা নিয়ে এক তথ্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পার্থর বান্ধবী অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে ৫০ কোটিরও বেশি টাকা ও প্রচুর সোনা-গয়না উদ্ধার করেছিল ইডি। তবে সেই বিপুল টাকা ও সোনার উৎস কী, তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন পার্থ ও অর্পিতা, দু’জনেই। বারবার জেরা সত্ত্বেও কোনও উত্তর মেলেনি। তবে এবার ইডি-র জেরায় চাপের মুখে পড়ে অর্পিতা স্বীকার করে নেন যে ওই বিপুল টাকা ও সোনা-গয়না আসলে পার্থরই।

অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে টাকা ও সোনা উদ্ধার হওয়ার পর থেকেই সকলের মধ্যেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে ওই বিপুল টাকার মালিক আসলে কে! পার্থ ও অর্পিতা এর আগে জেরায় বারবার ওই টাকার মালিকানা অস্বীকার করেছেন। গত জুলাই থেকে বর্তমানে ফেব্রুয়ারি, এতমাস পর ইডি-র পেশ করা চার্জশিটে জানানো হয়েছে যে অর্পিতা এর পর্যন্ত ওই টাকা তাদের নয় বলে দাবী করলেও সম্প্রতি এক জেরায় অর্পিতা স্বীকার করে নিয়েছেন যে ওই টাকার মালিক পার্থ চট্টোপাধ্যায়।

অর্পিতা ইডি-র কাছে এও দাবী করেছেন যে ওই টাকা ও গয়না লুকিয়ে রাখার জন্য তিনি অনুমতি দিয়েছিলেন পার্থকে। বলে রাখি, গতকাল, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। এদিন ভারচুয়ালি আদালতে পেশ করা হয় পার্থকে। এদিনের শুনানিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ উঠে আসে।

এদিনের শুনানিতে ইডি-র আইনজীবী পার্থকে কটাক্ষ করে বলেন যে বিদ্যাসাগর শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আর পার্থ শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন। এদিন ফের একবার পার্থর জামিনের আবেদন খারিজ করে আদালত।

Back to top button
%d