যে কোনও সময় পালাতে পারেন দেশ ছেড়ে, নিয়োগ দুর্নীতিতে মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের ছেলের সমস্ত নথি পাঠানো হয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে। অন্যদিকে আবার ধৃত কুন্তল ঘোষ জানিয়েছেন যে মানিক ভট্টাচার্যের কাছেও তাঁর টাকা যেত। সেই তথ্যের ভিত্তিতে ইডি ৩ জনকে খুঁজছে।
গত বছরের জুন মাসে আদালতের নির্দেশের পর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আর্থিক লেনদেনের তদন্ত শুরু করে ইডি। সেই সূত্র ধরেই প্রথমে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে।
মানিককে গ্রেফতারের পর ইডি-র আইনজীবী আদালতে জানান যে মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্যের একটি সংস্থা রয়েছে যেখানে আইটি অর্থাৎ তথ্যপ্রযুক্তির কাজ হয়। সৌভিকের অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলেও জানা যায়।
সেই সময় এও জানা যায়, গত ২ সেপ্টেম্বর বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ওই সংস্থার একটি চুক্তি হয়। আর তাতে সৌভিকের সংস্থাকে ৫১৪ টি বিএ এবং বিএড কলেজে প্রযুক্তিগত উন্নয়নের (আপগ্রেডেশন) দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কোনও আপগ্রেডশনের কাজ হয়নি। টাকাও ফেরত যায়নি। ইডির অনুমান, মানিকবাবুর পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকেও দুর্নীতির অর্থ লেনদেন হয়েছে।
ইডি-র চার্জশিটেও নাম ওঠে সৌভিক ভট্টাচার্যের। হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন মানিক-পুত্র। আগামী ২২ তারিখ সেই মামলার শুনানি রয়েছে। তবে এর আগেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। ইডি আধিকারিকদের আশঙ্কা যে কোনও সময় দেশ ছেড়ে পালাতে পারেন সৌভিক। সেই কারণেই এমন নোটিশ।