মুখে রুচছে না জেলের খাবার, ‘জেলের বাইরে যেতে চাই, আর ভালো লাগছে না’, কান্নাকাটি এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি অর্পিতার

একমাসের বেশি সময় হয়ে গেল তিনি বাড়ির বাইরে। প্রথমে সিবিআই (CBI) হেফাজতে থাকলেও এখন তাঁর ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার। গত ২৩শে জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam case) ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। কিন্তু বর্তমানে জেলের মধ্যে সবসময় কেঁদেই চলেছেন তিনি। একটাই আবদার, “জেলের বাইরে যেতে চাই”।
এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে গত মাসের শেষের দিকে ইডির হাতের গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫০ কোটি টাকা ও কোটি কোটি টাকার সোনা উদ্ধার করে ইডি। গ্রেফতার হন অর্পিতাও। আদালতের নির্দেশে অর্পিতার বর্তমান ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার।
ইডি সূত্রে খবর অনুযায়ী, ফ্ল্যাট থেকে পাওয়া একাধিক নগদ অর্থ এবং এসএসসি সংক্রান্ত মামলায় সকল অভিযোগ অস্বীকার করেছেন অর্পিতা। এক্ষেত্রে প্রধানত পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। জেল সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে তেমন কিছু খাচ্ছেন না অর্পিতা। ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল দেওয়া হলেও কিছুই যেন ভালো লাগছে না তাঁর।
তবে এখন সবথেকে বড় প্রশ্ন হল পার্থ ও অর্পিতার ভবিষ্যৎ কী হতে চলেছে? বিশেষজ্ঞদের মতে, নানান তথ্য প্রমাণ ও কোটি কোটি টাকা মেলায় পার্থ ও অর্পিতার বিরুদ্ধে মামলা বেশ শক্তিশালী। দুর্নীতির মূল উৎস বের করতে ইডিও বেশ তৎপর। তাদের মুক্তি পাওয়া প্রায় অসম্ভব বলা যায়।
এরই মধ্যে মহিলা কারারক্ষীদের অর্পিতা বলেন, “আর ভাল লাগছে না জেলের ভিতর। বাইরে বেরোতে চাই”। আলিপুর মহিলা জেলে এভাবেই ভেঙে পড়েছেন একদা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু বেরতে চাইলেই কি বেরনো যায়। তাঁর জামিন খারিজ করে দিয়েছে আদালত। জেল সূত্রে খবর অনুযায়ী, অর্পিতা জেল কর্মীদের কাছে কান্নাকাটি করে বলেন, “আমার এই পরিবেশ কিছুতেই ভালো লাগছে না। কোথা থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না”।