ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়, রামপুরহাট যাওয়ার পথে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, কেমন আছেন তৃণমূল বিধায়ক?

বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রামপুরহাটে (Rampurhat) অনুষ্ঠান করতে যাওয়ার সময় ঘটে বিপত্তি। কনভয়ে ধাক্কা অটোর। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী (security guards) গুরুতর জখম হয়েছেন এই দুর্ঘটনায় (accident)। তবে বাবুল সুপ্রিয় নিজে সুরক্ষিত রয়েছেন।
গতকাল, শুক্রবার সন্ধ্যায় হাওড়া থেকে রামপুরহাট উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। বীরভূমের সাঁইথিয়ার মোসাড্ডা এলাকায় নিরাপদেই বেরিয়ে যায় বাবুল সুপ্রিয়র গাড়ি। তবে ওই কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। আর এর ফলে অটো এবং নিরাপত্তারক্ষীদের গাড়ি উল্টে যায়। এর জেরে চারজন নিরাপত্তারক্ষী, অটোচালক এবং একজন পথচারী-সহ সাতজন জখম হন বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।
প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় দু’জনকে। বাকি পাঁচজনকে স্থানান্তরিত করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে বাবুল সুপ্রিয়র গাড়িতে কিছু না হওয়ায় ওই গাড়িটি আটকায় নি। তিনি যথা সময়েই অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গিয়েছে।
বলে রাখি, গতকাল, শুক্রবার রামপুরহাট উৎসবে নচিকেতা চক্রবর্তীর শো করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রায় শেষ মুহূর্তে তাঁর শো বাতিল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নচিকেতা জানান যে তাঁর শরীর ভালো না থাকায় প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ গাড়িতে যাতায়াতের জন্য তাঁকে বারণ করেছেন চিকিৎসক। শেষ মুহূর্তে এভাবে শো বাতিল করার জন্য অনুষ্ঠানের আয়োজকদের কাছে ক্ষমাও চান তিনি। এরপর গতকাল তাঁর পরিবর্তেই সেখানে শো করতে যান বাবুল সুপ্রিয়।