রাজ্য

রবিবার সকালে মুর্শিদাবাদের দুই এলাকা থেকে উদ্ধার ব্যাগ-বালতি ভর্তি বোমা, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ছড়ানোর ছক?

সামনেই পঞ্চায়েত নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মীর খু’নের ঘটনায় উত্তপ্ত ওই এলাকা। এরই মধ্যে এবার রবিবার সকালে সেই মুর্শিদাবাদের দুই এলাকা থেকে উদ্ধার হল বোমা। ব্যাগ-বালতি ভর্তি বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের হরিহরপাড়া ও সুতি এলাকা থেকে।

জানা গিয়েছে, আলাউদ্দিন মোল্লা নামের এক ব্যক্তির মুরগির ঘর থেকে কাশিপুর থানার পুলিশ বোমা উদ্ধার করে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে অভিযান চালায় পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন মোল্লাকে।

তদন্ত শুরু করেছে পুলিশ। বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় বলে জানা গিয়েছে। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর ভাঙর দু’নম্বর ব্লক আইএসএফ নেতা রাইনুর হক দাবী করেন, “ওই পরিবারটি আইএসএফের সঙ্গে যুক্ত। তাই ভোটের আগে ফাঁসানো হয়েছে তাঁদের। পুলিশকে বলব যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে”।

অন্যদিকে আবার রবিবারই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকাতেও। জানা গিয়েছে, আম বাগানের মধ্যে বালতি ভর্তি তাজা বোমা দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি সুতি থানায় খবর দেন তারা। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসীদের। বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়।

হরিহরপাড়ায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। হরিহরপাড়া থানার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালনগর ঘোষপাড়া এলাকায় ঝোপ থেকে এক ব্যাগ ভরতি সকেট বোমা উদ্ধার হয়। তবে কতগুলো বোমা রয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে হরিহরপাড়ার তৃণমূলের ব্লক সভাপতি আহাতাব উদ্দিন শেখ বলেন, “এখানে কোনও অশান্তি নেই। বিরোধীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশকে বলব সঠিকভাবে তদন্ত করতে। তাহলেই আসল দোষীরা সামনে আসবে”। পঞ্চায়েত ভোটের আগে কীভাবে বোমা এল, কে বা কারা এই বোমা রাখল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: