রাজ্য

‘বিজেপি প্রার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে আর তৃণমূল প্রার্থীদের বাড়িতে ‘হোম ডেলিভারি’ হচ্ছে মনোনয়নপত্র’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামাম বেজে গিয়েছে। জুলাই মাসের ৮ তারিখ রয়েছে ভোট। ইতিমধ্যেই শাসক-বিরোধী সব দলের প্রার্থীরাই মনোনয়ন সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছে। এই মনোনয়ন পেশ নিয়ে বেশ অশান্তির ঘটনাও সামনে এসেছে নানান প্রান্ত থেকে। এবার এই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, রবিবার সকালে এ নিয়ে একটি টুইট করেন শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের ‘তৃণমূল কর্মচারী’ বলে কটাক্ষ করেছেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, মনোনয়ন পত্র তুলতে গিয়ে সরকারি কর্মচারীদের অসহযোগিতার শিকার হতে হচ্ছে বিজেপি প্রার্থীদের। এই নিয়ে বাঁকুড়ার একটি ব্লক অফিসে মনোনয়ন পত্র তোলার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাঁর দাবী, বিজেপি প্রার্থীদের দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তিনি এও অভিযোগ করেন, তৃণমূল প্রার্থীদের বাড়িতে মনোনয়নপত্র হোম ডেলিভারি করা হচ্ছে।

টুইট করে শুভেন্দু লেখেন, “তৃণমূল গুন্ডাদের বাধা পেরিয়ে বিরোধী প্রার্থীরা মনোনয়ন তুলতে বিডিও অফিসে পৌঁছলে তাঁদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাঁরা ভাগ্যবান হলে দীর্ঘ সময় পর মনোনয়ন পত্র এবং ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট) পাচ্ছেন। না-হলে বলা হচ্ছে, এখন কাজের সময় পেরিয়ে গিয়েছে, পরের দিন আসুন বা মনোনয়নের ফর্ম পর্যাপ্ত নেই”।

তবে রাজ্যের শাসক দলের জন্য এই নিয়ম খাটছে না বলে দাবী বিজেপি নেতার। তাঁর কথায়, “ভিডিওতে বাঁকুড়া জেলার সালতোড়া ব্লকের তিলুরির তৃণমূলের অঞ্চল সভাপতি সালতোড়া বিডিও অফিস থেকে অগুণতি মনোনয়ন পত্র ও ডিসিআর তুলছেন”। শুভেন্দুর দাবী, তৃণমূলের প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র ‘হোম ডেলিভারির’ ব্যবস্থাও করা হচ্ছে।

এই প্রসঙ্গে শালতোড়া ব্লকে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গোছ গোছ ডিসিআর ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির প্রার্থীরা লাইনে দাঁড়িয়েও ডিসিআর ফর্ম পাননি”।

তবে তৃণমূলের শালতোড়া ব্লক সভাপতি সন্তোষ মণ্ডল বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করেছেন। তাঁর কথায়, “উনারা মিথ্যা বলছেন। কেউ চক্রান্ত করে যদি ভিডিয়ো ভাইরাল করে আমরা কী করব। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আমি জানতে পেরেছি, সবাইকে ডিসিআর দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবেই তা হয়েছে”।

Back to top button
%d bloggers like this: